আমরা অনেকেই আছি যারা মনে করি windows update এ গিয়ে Turn of automatic updating করলে কাজ শেষ। বাস্তবে এটা ঠিক নয়।
আজ আপনাদের দেখাবো কি করে এই সমস্য খেকে মুত্তি পাবেন।
প্রথমে windows 7 দিয়ে শুরু করা যাক।
1. আপনার computer a Right click করে Manage এ ক্লিক করুন।
নিচের ছবির মতো আসবে।
2. এবার services and Applications এ ক্লিক করুন।
3. তারপর services এ ক্লিক করুন।
নিচের ছবির মতো আসবে।
৪. এবার windows update এ ক্লিক করুন (statup type এ Disabled করুন এবং stop এ ক্লিক করুন ১ মিনিট অপেক্ষা করুন এবার Apply এ ক্লিক করে ওকে করুন।
না বুঝে থাকলে নিচ থেকে ভিডিও দেখে নিন
সবাই ভাল থাকবেন এটা আমার প্রথম টিউন আপনাদের যান আরো ভাল ভাল টিউন উপহার দিতে পারি।
আমি শামীম আলরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এতেও কাজ হয় না।