কম্পিউটার অন হতে অনেক সময় নেয়! তাহলে বন্ধ করুন উইন্ডোজ এর স্টার্টআপের প্রোগ্রামগুলো।

সুপ্রিয় পাঠকগণ,

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

বর্তমান যুগ প্রযুক্তির যুগ, তাই হাতে হাতে মোবাইল এবং কম্পিউটার তো আছেই। আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। অনেকে আবার গেম খেলি, কেউবা সারাদিন ইন্টারনেট চালাই আর কত কি।

 

আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন কম্পিউটার আস্তে আস্তে ভারি হতে থাকে। এবং কম্পিউটারে কিছু প্রোগ্রাম অটোমেটিক ভাবে চালু হয়ে যায়। তাই যখন আমরা কম্পিউটার অন করি মাঝে মাঝে দেখা যায় এটা অন হতে অনেক সময় নেয়। এর কারন হলো ঐ সকল প্রোগ্রাম চালু আছে বিধায় কম্পিউটার দেরিতে অন হচ্ছে, এছাড়াও আরো অনেক কারন থাকতে পারে।

 

তাই আজ আমি কিভাবে কম্পিউটারের চলতি প্রোগ্রামগুলো বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করবো।

 

নোটঃ এই ভিডিও টি কেবল মাত্র তাদের জন্য যারা এই বিষয়টি জানেন না।

 

ধাপসমূহঃ

প্রথমেই আপনারা কম্পিউটার চালু করুন।

তারপর রান অপসান এ যান অথবা (Windows Button+R) চাপুন।

তাহলেই চলে আসবে, এখানে লিখুন msconfig তারপর এন্টার দিন।

তারপর Starup এ ক্লিক করুন। আর আপনার পছন্দমত যে প্রোগ্রামগুলো বন্ধ করতে চান সেগুলো তে টিক দিন, তারপর Disable করে দিন।

সম্পূর্ণ কাজটি এই ভিডিওটি দেখলে আর কোনো সমস্যা হবে নাঃ

 

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, যাতে পরবর্তী টিউটোরিয়ালে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের পর্ব এই পর্যন্ত।

Level 2

আমি প্রতাপ বর্মন। , Student, Mymensingh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a part-time blogger and a YouTuber. I love to write about anything related to technology. You can visit my website https://www.spytechy.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস