কেমন আছেন বন্ধুরা সবাই, অনেক দিন পরে আবারো আসলাম টেকটিউনসে। আসলে পড়াশোনা নিয়ে বেস ব্যস্ত ছিলাম, কিন্তু ঠিক করেছি এখন থেকে নিয়মিত থাকব।আমি সব সময় ছোট ছোট টিউন করে থাকি তাই আজকেও তাই করছি।
অনেক সময় কম্পিউটারে অনেক অপ্রোজনীয় ফোল্ডার বা ফাইল থাকাই ড্রাইভ ভারি হয়ে ওঠে এবং পরবর্তীতে আমাদের হারডিস্ক ক্রাশ করতে পারে, এই কারণে আমাদের একটু সচেতন থাকা দরকার। তাই আজকে আপনাদের মাঝে আমি একটা সুন্দর টুল
শেয়ার করব। টুলটির নাম হচ্ছে- WinDirStat(Windows Directory Statistics).
WinDirStat (Windows Directory Statistics) নামক একটি টুলটির সাহায্যে সহজেই আপনার ফাইলের ফাইলগুলি এবং ফোল্ডারগুলি ড্রাইভের স্থানটি খুঁজে পেতে ব্যবহার করা যায়। সেখানে থেকে, আপনি তাদের মুছে ফেলতে পারেন এবং সঞ্চয়স্থান খুলতে পারেন।
সফটওয়ার টা আমি নিজেও ইউস করি। অনেক ভাল একটি সফটওয়ার এবং সাইজ অনেক কম।সহজেই যে কেউ ব্যবহার করতে পারবে।
টিউন টা ভাল লাগলে লাইক, শেয়ার এবং টিউমেন্ট করতে ভুলবেন না। ভাল থাকেন সবাই।
আমি অয়ন উপাধ্যায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।