সবাই ভাল আছেন তো। এটা আমার 10ম টিউন। আমি নুতন টিউনার তাই ভুল হলে ক্ষমা করে দিবেন। আলোচনা করব ফোল্ডার লক নিয়ে। ফোল্ডার লক সম্পর্কে সবাই ই অবগত আছেন ।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুন একটি ফোল্ডার লকার এর সাহায্যে আপনারা আপনাদের সব গোপন তথ্যাদি নিরাপদে রাখতে পারবেন।
পাস্ওয়ার্ড দিয়ে প্রয়জোনীয় তথ্য লক করে রাখার চরম একটি সফটয়্যার।মাত্র11 এমবি জিব ফাইলে দেয়া আছে।
প্রথমে এখান থেকে আনজিপ করার জন্য উইনরার টা ডাউনলোড করে নিন
এর পর নিচের লিং খেকে Folder Lock ডাইনলোড করে নিন।
ধন্যবাদ সবাই কে। আজ আর নয়। আবার আসব নুতনকিছু নিয়ে।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।