যারা লিনাক্স ব্যবহার করেছি তারা জানি লিনাক্সের একটি জনপ্রিয় ফিচার হল কোন এপলিকেশন খুব সহজেই পিন করে সব সময় স্ক্রিনে পিন করে সবার উপরে রাখা যায়। এতে মাল্টিটাস্কিং করতে বেশ সুবিধা হয়। যারা আমার মত উইন্ডোজেও এই লিনাক্স ফিচারটি মিস করতেছেন তাদের জন্যই আজকের এই টিউন কিভাবে উইন্ডজে লিনাক্সের জনপ্রিয় "Always on top" ফিচার যুক্ত করবেন।
অবশ্য একটা প্রশ্ন আসতেই পারে, এত জনপ্রিয় একটা ফিচার বিল গেটসের উইন্ডোজের কোন একটা সংস্করণেও কেন যুক্ত করা হল না।
যা হোক, যারা নতুন তারা চলুন দেখে নেই দেখতে কেমন সেই উবুন্টুর/লিনাক্সের ফিচারটি।
নিচের ছবিটি লক্ষ্য করুন।
এভাবেই খুব সহজে রাইট ক্লিক করে এপলিকেশন পিন করা যায়। আমরা কিন্তু উইন্ডোজেও এই পিন করা বা always on top করে রাখার ব্যাপারটা করেছি KMP তে। সেখানে এই ফিচারটি যুক্ত আছে। দেখে নেই চলুন।
এবার কাজের কথায় আসি। কথা বাড়াচ্ছি না।
চটপট নিচের লিঙ্ক থেকে 4T tray minimizer app টি ডাউনলোড করে ইন্সটল দিন।
ডাউনলোড হয়ে গেলে সাধারন নিয়মেই ইন্সটল দিন। এবার ইন্সটলের পরে কিছু সেটিং আসবে অটো / সেগুলো টিক মার্ক দিয়ে অকে করে ফিনিশ করুন।
না পারলে নিচের ভিডিও দেখে নিন।
সব হয়ে গেলে আপনার এপলিকেশন গুলো নিচের ছবির মত দেখতে হবে।
আজকে এই অব্দিই। যেকোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন। অথবা যোগাযোগ করুন ফেসবুকে।
টেক-টিউনস পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউবে।
ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকুন। সুস্থ্য থাকুন।
আমি জাহিদ অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thns for this