উইন্ডোজ ৭ এর প্রার্টিশান জনিত সমস্যার সমাধান চাই।

আসসালামু আলাইকুম,
আমি প্রথম বারের মত লিনাক্স সেটাপ দেয়ার উদ্দেশ্যে টিটি একটি ভিডীও টিওটোরিয়াল ফলোকরি। সেখানে আমি লিনাক্স এর জন্যে পার্টিশান তৈরি করতে গেলে Unallocated নামে একটা ড্রাইভ তৈরী হয়।
টিওটোরিয়াল অনুযায়ী Unallocated>NewsimpleVolume দিয়ে কয়েকটা ওকে করলেই একটা নতুন ড্রাইভ তৈরি হয়।
কিন্তু, আমি যখন একি কাজ করতে যায় তখন জিনিসটা নিচের চিত্রের মত এরর দেখায়।

 

এখন আমি না পারছি Unallocated ড্রাইভ রিকভার করতে না পারছি নিউ ড্রাইব তৈরি করতে।
উল্লেখ্য আমি হোম বেসিক ইউস করি।
এখন এই সমস্যার সবাধান চাই প্লিজ

এখন আমি না পারছি Unallocated ড্রাইভ রিকভার করতে না পারছি নিউ ড্রাইব তৈরি করতে।
উল্লেখ্য আমি হোম বেসিক ইউস করি।
এখন এই সমস্যার সবাধান চাই প্লিজ

এখন আমি না পারছি Unallocated ড্রাইভ রিকভার করতে না পারছি নিউ ড্রাইব তৈরি করতে।
উল্লেখ্য আমি হোম বেসিক ইউস করি।
এখন এই সমস্যার সবাধান চাই প্লিজ

এখন আমি না পারছি Unallocated ড্রাইভ রিকভার করতে না পারছি নিউ ড্রাইব তৈরি করতে।
উল্লেখ্য আমি হোম বেসিক ইউস করি।
এখন এই সমস্যার সবাধান চাই প্লিজ

এখন আমি না পারছি Unallocated ড্রাইভ রিকভার করতে না পারছি নিউ ড্রাইব তৈরি করতে।
উল্লেখ্য আমি হোম বেসিক ইউস করি।
এখন এই সমস্যার সবাধান চাই প্লিজ

এখন আমি না পারছি Unallocated ড্রাইভ রিকভার করতে না পারছি নিউ ড্রাইব তৈরি করতে।
উল্লেখ্য আমি হোম বেসিক ইউস করি।
এখন এই সমস্যার সবাধান চাই প্লিজ

এখন আমি না পারছি Unallocated ড্রাইভ রিকভার করতে না পারছি নিউ ড্রাইব তৈরি করতে।
উল্লেখ্য আমি হোম বেসিক ইউস করি।
এখন এই সমস্যার সবাধান চাই প্লিজ

এখন আমি না পারছি Unallocated ড্রাইভ রিকভার করতে না পারছি নিউ ড্রাইব তৈরি করতে।
উল্লেখ্য আমি হোম বেসিক ইউস করি।
এখন এই সমস্যার সবাধান চাই প্লিজ

 

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি আল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি পার্টিসন, ? আনি কি উইন্ডোস দিতে গিয়ে পার্টিসনে গুয়ে ডিলিট এ কিলিক করেছেন। ? যদি ডিলিট এ কিলিক করে পার্টিসন নষ্ট হয়। বা সিস্টেম/প্রাইমেরী পার্টিসন নষ্ট হয়ে থাকে, তা হলে, আপনার হার্ডিস্ক খুলে, আরেক টা কম্পিউটারে, লাগিয়ে, EASEUS Partition Master Home Edition 10.1 দিয়ে এক টি প্রাইমেরি পার্টিসন করিয়ে নিবেন। সপ্ট্যার টার ডাঊনল্ড লিংক। http://filehippo.com/download_easeus_partition_master_home/58474/

লিনাক্স যে কোন হার্ডিস্ককে নেয়। অর্থাৎ লজিকেল, পারিমেরী দেখে না। লিনাক্স এর কিছু, ভার্সন আছেন যেমন।ext1 ext2 ext3 ext4 etc. আপনি উইন্টোজ এর সাথে লিনাক্স দিতে চাইলে, আগে উইন্ডোজ ইন্সটল করে তার পর, আপনি, লিনাক্স, এর যে কোন ভারসন ইন্সটল করবেন। মনে রাখবেন। আলাদা আলাদা ভাবে বুটেবুল করলে, আলাদা আলাদা পার্টিসন লাগবে।

আপনার হার্ডডিস্ক পার্টিশন GPT তে আছে, আপনি এখানে আর পার্টিশন বানাতে পারবেন না। আপনি unallocated space টুকু অন্য একটা ড্রাইভের সাথে যুক্ত করতে পারবেন, সেক্ষেত্রে আপনার শেষ ড্রাইভ যেটা ১২ জিবি দেখছি সেটা ১১৩ জিবি হবে, এজন্য mini tool partition wizard ব্যবহার করতে পারেন। ধন্যবাদ…

সুপ্রিয় লেখক, আপনার টিউনটি Windows 7 সম্পর্কিত হলেও এটি “সাহায্য/জিজ্ঞাসা” বিভাগের জন্য প্রযোজ্য । দয়া করা বিভাগ পরিবর্তন করুন । আর কোনো বিষয়ে সাহায্য চাইবার পূর্বে দেখেনিবেন যে টেকটিউনস এ আগে হয়েছে কিনা। তবুও এই টিউনটি পড়তে পারেন, এটি আমার লেখা কোনো সমস্যা হলে জানাবেন । https://www.techtunes.io/windows/tune-id/352303
ধন্যবাদ ।

How to get back Unallocated /hidden hard drive partitions …..Step by step tutorial…https://www.youtube.com/watch?v=cZbEjO0DgfI