হাই, আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা সবাই ভাল আছেন!
আসলে কি আমার লেখা লেখির তেমন একটা অভ্যাস নেই।
তবে যতটুকু পারি ভাল মত লেখার চেস্টা করব, আর ভুল হলে ক্ষমার দৃস্টিতে দেখবেন।
এটা আমার টেকটিউনস এর প্রথম টিউন, তাই হয়ত একটু ভুল হতে পারে, তবে সেইটা কোন বেপার না!
আমি সরাসরি কাজের কথায় চলে আসি।
প্রথমে বলি, আগে দেখতাম সিমবিয়ান, এনড্রোয়েড এ কত সুন্দর ফন্ট ইউজ করা যায়, তাহলে কম্পিউটার কি দোষ করল
?
তাই ভাবলাম, ইসস এমন যদি একটা থিম পাইতাম যে ফন্ট ব্যবহার করা যাবে, অনেক খুজলাম গুগলে কিন্ত পেলাম না।
শেষমেষ ভাবলাম পরের আশা করে লাভ নাই, যা করার নিজেরই করতে হবে!! শুরু করে দিলাম গবেষণা, যাক আল্লাহর রহমতে পেরে গেলাম।
তো আর ইতিহাস নয় চলুন শুরু করা যাক
-
০১। প্রথমে নিচ থেকে Fabiha Themes For W7 By RJ Sheesh.zip টা ডাউনলোড দিন।
http://datafilehost.com/d/12565ae5 এখান থেকে ডাউনলোড করুন
or,
০২। Salsa v8.4NKx (RJ Sheesh) By iHinT.ttf ওপেন করুন
তারপর উপরে দেখুন ইনস্টল লেখা আছে
০৩। এবার নিচের এই Fabiha Themes For W7 By RJ Sheesh.themepack টা ইনস্টল দিন।
০৪। এবার দেখবেন অটোমেটিক থিম পেজ টা ওপেন হয়ে যাবে
(আর যদি না হয় তবে মাউস এর লেফট বাটনে ক্লিক করে Personalize)
এবার ওই থিম টা দেখতে পারবেন
হুম এবার Fabiha Salsa v8.4 By RJ Sheesh এপ্লাই করুন
তারপর দেখুন মজা!!
জানি সাজিয়ে গুছিয়ে লিখতে পারি নি, তারপরেও চেস্ট করেছি ভাল মত সাজিয়ে গুছিয়ে লিখতে।
ভাল থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ
আমি আরজে শীষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটা ভাল ওয়ালপেপার দিলে ভাল হতো, ধন্যবাদ ।