হ্যালো বন্ধুরা। আশা নয় বিশ্বাস করি ভাল আছেন সবাই। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ সেটাপ দেওয়ার জন্য ISO ফাইল তৈরি করবেন।
আমরা অনেক সময় উইন্ডোজ দেওয়ার সময় বিভিন্ন এরর মেসেজ দেয় যেমন নিছের ছবি গুলো দেখুন বুজতে পারবেন। বেশির ভাগ ক্ষেত্রে উইন্ডোজ 8/8.1/10 দিতে গেলে এই সমস্যা হয়।
এই সমস্যা যখন দেয় তখন হয় হার্ডডিস্ক নতুন করে পার্টিশন করতে হয় না হলে বুটেবল পেনড্রাইভ তৈরি করে উইন্ডোজ দেওয়া লাগে। তখন নেট থেকে iso ফাইল ডাউনলোড দিতে হয়। আমাদের মাঝে অনেক এ আছেন যারা iso ফাইল ডাউনলোড দিতে পারি না বা সীমিত মেগাবাইট এর জন্য ডাউনলোড দিতে পারি না আথবা কার এলাকায় 3g নেই। তাই বলে কি আমরা iso ফাইল ডাউনলোড দিতে পারব না আর আমাদের উইন্ডোজ ও দিতে পারব না তা কি করে হয়। তাই সেই কথা বিবেচনা করে আমি আপনাদের জন্য নতুন এই টিউটোরিয়াল তৈরি করলাম যে কিভাবে ISO ফাইল তৈরি করতে হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিও তৈরি করে দিলাম। নিচে ভিডিও লিঙ্ক দেওয়া আছে।
আপনারা কষ্ট করে ভিডিও টা দেখে নিন। আশা করি বুজতে পারবেন।
কোন সমস্যা হলে আমাকে যানাবেন। আর অবশই অবশ্যই অবশ্যই আমরা চ্যানেল টা subscribe করবেন।
আমি গুছিয়ে কোন কিছু লিখতে পারি না। তাই যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ।
আমি মাসুদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বেঁচে আমি থাকবোই আমার আপন ইচ্ছায়............................নিজের যোগ্যতায়................সবাই কে সাহায্য করতে চাই..................। https://www.facebook.com/sagor.masud79