আমার সালাম নিবেন। 🙂 টেকটিউনস হচ্ছে প্রযুক্তি জগতের বিশাল তথ্য ভান্ডার। এখানে অনেকেই অনেক কিছু লিখেন। অনেকে তাদের জ্ঞান শেয়ার করেন এখানে। অনেকে নতুন কিছু শিখতে আসে আবার অনেকে শিখাতে ও আসে। আমিও এর ব্যতিক্রম নই। তবে জ্ঞানীদের সাথে নিজেকে তুলনা করি না। কারণ আমি যা জানি তাও কোনো ভাবে কারো থেকে শেখা। বেশী কিছু বলবো না। সরাসরি টিউনে চলে যাচ্ছি।
আজ আমি যে সফটওয়্যারটি সম্পর্কে লিখবো সেটি অনেকেই হয়ত টিটি তে আগেও শেয়ার করেছেন। তবে আমি একটু বিস্তারিত লেখার চেষ্টা করবো। সফটওয়্যারটির নামঃ KEYLEMON
আপনারা চাইলে কী লেমন এর অফিশিয়াল সাইট এ গিয়েও সফটওয়্যারটি সম্পর্কে জেনে নিতে পারেন।
সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত বলার মত কিছু নেই, টিউনের শিরোনামেই বোঝা যায় এর কাজ কি। তারপরেও কিছুটা বলছি। আপনারা মাঝে মধ্যে প্রাইভেসি রাখতে পিসিতে/ল্যাপটপে লক দিয়ে রাখেন। এ ক্ষেত্রে প্রায় মানুষ ই পাসওয়ার্ড ইউজ করেন। পাসওয়ার্ড ইউজ করার দিক টা কিছুটা ঝামেলা পূর্ণ। অনেকেই কারো সামনে পাসওয়ার্ড টাইপ করে পিসি/ল্যাপটপ আনলক করতে চাইবেন না নিশ্চয়ই। এতে করে আপনাকে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে হতে পারে। কিন্তু কী-লেমন এমন একটি Face Recognition Technology সফটওয়্যার যেটা দিয়ে আপনি অনায়াসেই পাসওয়ার্ড ছাড়াই লক খুলতে পারবেন শুধু নিজের ফেইস দেখিয়ে। আবার কখনো যদি সময়ের পরিপ্রেক্ষিতে আপনার ফেইস এ পরিবর্তন আসে তখন কী-লেমন আপনার ফেইস ডিটেক্ট করতে ব্যর্থ হতে পারে। কিন্তু এতেও চিন্তার কিছু নেই। কারণ কী-লেমন এ আগে থেকেই ফেইস সেট করার পরে পাসওয়ার্ড ও সেট করে দেয়ার যায়, এতে করে ফেইস ডিটেক্ট করতে সমস্যা হলেও আপনি ঐ পাসওয়ার্ড দিয়েই পিসি/ল্যাপটপ আনলক করতে পারবেন। পরে আপনি আবার নতুন ফেইস সেট করে দিতে পারবেন কয়েক সেকেন্ডে।
যা যা লাগবেঃ
কী-লেমন সফটওয়্যার
এবং ওয়েবক্যাম, ল্যাপটপে আগে থেকে থাকলে লাগবে না (ওয়েবক্যাম অবশ্যই লাগবে)
আমি আপনাদের সফটওয়্যারটি full version দিচ্ছি।
কী ফিচারগুলোঃ
যেভাবে ইন্সটল এবং ফুল ভার্সন করবেনঃ
Screenshots
ডাউনলোড লিঙ্কঃ
আমি Ab Murad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
TT তে আমি তেমন একটা টিউন করি না, অভিজ্ঞতা কম বলেই। তারপরেও সাহস করে মাঝে মাঝে করি। উপরের টিউন টি করতে আমার অনেক সময় লেগেছে, অনেক কিছুই ঠিক মত করতে পারিনি। অভ্যাস নেই তো তাই। আর অনেক শব্দকে এখানে স্প্যাম হিসেবে ধরার কারণে শব্দ গুলো আমাকে মুছতে হয়েছে, যেমন ক্র্যাক। তারপর লেখার কালারিং করতে গিয়েও অপশন পাইনি। এরপর এইচটিএমএল থেকে এডিট করে কালার করলাম লেখার উপর। 🙂