আসসামুয়ালাইকুম !! আশা করি সবাই ভালো আছেন! অনেক দিন পর টেকটিউন পরিবারে ফেরে আশা ! আসলে কাজের চাপে আশা হয় না। আজ সেই পেক্ষাপটে তেমন বড় কোন টিউন নিয়ে হাজির হয়নি। আমি বরাবরের মত বিশ্বাস করি পুরনো #টেকটিউন গুলো আবার নতুন ভাবে তুরে ধরলে নতুন প্রজন্মের টেক ভাই ভালা কিছু শিখতে পারবেন। বেশি কথা না বলে আমি শুরু করলাম আমার আজকের টিউন! আশা করি সবার উপকারে আসবে ...
How to Change Your Windows 7 Computer To OS Mac 2016 by Habibur Rahman
অনেক হয়তো জানেন যে কিভাবে আপনি আপনার কম্পিউটারটি Windows 7 থেকে #Mac পিসিতে পরিনত করবেন? আবার অনেকে জানেন না ! যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই টিউন! আমাদের অনেকের সাধ আছে একটি #Mac পিসি ব্যবহার করার কিন্তু সাধ থাকলেও এখনো সেই সাধ্য হয়নি ! তাই কিভাবে আপনার #Windows_7 পিসিকে আপনি #Mac নিয়ে পরিনত করতে পারবেন সেই নিয়ে আমার আজকের এই ভিডিও..
(নোটঃ কেন জানিনা টেকটিউনে ইউডিব ফ্রেম করা যাচ্ছে না)
ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে অনুরুধ করা যাচ্ছে ! ইনশাল্লাহ্ আগামী দিন গুলোতে আরো ভালো কিছু নিয়ে আসবো !
সর্বশেষ বলতে চাই আপনার খারাপ টিউমেন্ট এর জন্য একজন টিউনার টিউন বন্দ করে দিবে ! তাতে আপনার কিছুই হবে কিন্তু আর দশজন সাধারণ মানুষ নতুন কিছু শিখতে পারবে না ! আপনিও একদিন নতুন ছিলেন ...
#Old_is_Gold
আমার ছোট্ট ব্লগ সাইটঃ HR LIMON BLOGS
ভালো থাকুন ভালো রাখুন আপনার পাশের জনকে। আল্লাহ্ হাফেজ
আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।