আপনার উইন্ডোজ ব্যবহার করুন 3D স্টাইলে Winflip ব্যবহার করে। উইন্ডোজ এর ট্যাবগুলো ব্রাউস করুন একটু ভিন্ন স্টাইলে।

>>>>>>>>>>>>>>বিসমিল্লাহির রাহমানির রাহিম<<<<<<<<<<<<<

সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন কেমন আছেন সবাই ?? আজ আপনাদের সামনে ছোট্ট একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের দেখাব কিভাবে আপনার পিসির ট্যাবগুলো 3D স্টাইলে দেখবেন। এটা আমি আমার উইন্ডোজ ৭ এ ব্যবহার করেছি। আপনি চাইলে ৮ অথবা  ১০ এ চেষ্টা করে দেখতে পারেন মনে হয় কাজ করবে।।

Winflip

 

চলুন তাহলে শুরু করা যাক বিষয়টা খুবই সহজ আশা করি আপনি সহজেই পারবেন।।

প্রথমে নীচ থেকে  599 কেবির সফটওয়্যারটি নামিয়ে নিন 

 

 

তারপর জিপ ফাইল ওপেন করুন।। এবার Winflip.exe ফাইলটিতে ডাবল ক্লিক করেন।। এটা ইন্সটল হবেনা জাস্ট ডাবল ক্লিক করলেই হবে।। নীচের স্ক্রীনশট দেখুন

এবার আপনার নোটিফিকেশান এ ক্লিক করে নীচের মত Winflip এর আইকন এর উপর মাউস রেখে রাইট বাটন এ ক্লিক করে  Option এ ক্লিক করেন।

এবার আপনার পছন্দমত কী শর্টকাট সিলেক্ট করে নিন যেমন আমি সিলেক্ট করেছি Mause

 এবার আপনি নীচের চিত্রের মতে সেটিং করে নিন।। তারপর আপনার desktop এর উপরে মাউস নিয়ে একটা ক্লিক করলেই 3D স্টাইলে ট্যাবগুলো দেখতে পারবেন।

ফেইসবুকে আমার সব টিউনস পেতে  Online Solution Zone  পেইজে অ্যাক্টিভ থাকতে পারেন -

পিসির জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।।

অ্যান্ড্রয়েড এর জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।।

কিছু বলার ছিল আপনাদের

এই টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে বা টিউনটি আপনাদের কাছে কেমন লাগলো তা টিউমেণ্টে জানাতে ভুলবেন না কিন্তু।। আমি আপনাদের টিউমেণ্টের অপেক্ষায় থাকলাম

আপনাদের যেকোনো মতামত আমাকে ভাল মানের টিউন করতে উৎসাহিত করবে।। এই টিউনটিতে যদি কোনো ভুল  থাকে বা লিংকে কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই তা ঠিক করে দেয়া হবে।।

আর একটি কথা "কপি পেস্ট বর্জন করুন কারন কপি পেস্ট আপনাকে কোনদিন একজন ভাল মানের টিউনার এর মর্যাদা দেবে না"

সবাই টিটি পরিবারের সাথেই থাকবেন।। সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আমার টিউনটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউনে। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।।

টেকটিউনসে আমার সব টিউন দেখতে এখানে ক্লিক করেন।

Level 0

আমি Rabby Khan। Accounts Executive, Akasbari Holidays, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

""I want to lead a simple & happy life......That`s it""


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস