ভিডিও টিউটোরিয়াল বানানো ও ডেস্কটপ স্কিন শর্ট নেবার দুর্দান্ত ফ্রি সফটওয়্যার

সবাই কেমন আছে ? আশা করি ভালো আছেন। এইটা আমার টেকটিউনস এ ২য় টিউন ভুল হলে ক্ষমা করবেন। এ বার কাজে আসি

ডেস্কটপ স্কিন শর্ট ও ভিডিও টিউটোরিয়াল বানানোর
জন্য আমাদের প্রফেশনাল পেইড সফটওয়্যার এর
প্রয়োজন পরে। কিন্তু তাতে অনেক পয়সা খরচা করতে
হয়। তাতে বেশির ভাগ আমাদের যাদের ডেস্কটপ স্কিন
শর্ট কিংবা ভিডিও টিউটোরিয়াল বানানোর শখ হয়,
টাকার অভাবে শখ টি স্বপ্নই থেকে যায়। অনেক সময়
ভালো সফটওয়্যার না থাকার দরুন কিংবা সফটওয়্যার
টি ব্যবহারে জটিল থাকায় দ্বিতীয় বার আর স্কিন শর্ট
বা ভিডিও টিউটোরিয়াল বানানোর ইচ্ছে থাকা না।
তাই আপনাদের কথা মাথায় রেখেই ডেস্কটপ স্কিন শর্ট
ও ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য আজকে শেয়ার
করছি একটি খুব সুন্দর সফটওয়্যার, সফটওয়্যার টি
কম্পিউটারে জায়গাও নেবে কম এবং ব্যবহারে খুব সহজ
ও সরল। তাই আপনারা একবার ব্যবহার করলে নিশ্চিত
ভালো লাগবে বলে আশা করছি।
FastStone Capture – FastStone Capture হল খুবেই
ভালো ও জনপ্রিয় সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে
আপনি খুব সহজে বিভিন্ন কাজের জন্য স্ক্রিন ক্যাপচার
নিতে পারবেন। ক্যাপচার করা ছবিতে বিভিন্ন ইফেক্ট
দিলে তা আরো সুন্দর করতে পারবেন। এ ছাড়াও এই
সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকডিংও করা যায় যা
ভিডিও Record করে ভিডিও টিউটোরিয়াল বানাতে
পারবেন খুব সহজে।
FastStone Capture এর সুবিধাগুলি হল-
যে কোন উইন্ডো ক্যাপচার করা য়ায়।
নির্দিষ্ট জায়গা ক্যাপচার করা য়ায়।
যে কোন ওয়েবপেজ কে ছবি হিসেবে
সংরক্ষন করা য়ায়।
স্ক্রিন রেকর্ড করা যায়।
ছবিতে বিভিন্ন ইফেক্ট দেয়া যায়।
খুব সহজে এটি ব্যবহার করা যায়।
কম্পিউটারে খুব অল্প জায়গা বিস্তার করে।
সফটওয়্যার টি পোর্টেবল সুবিধা যুক্ত করা
আছে। ঝামেলা হীন ও ব্যবহারে কম সময় লাগে।
ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে FastStone
Capture 8 ফুল ভার্সন।

 

ডাউনলোড লিঙ্ক – FastStone Capture 8 With Key

 

 

Level 0

আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর

এই সফটওয়্যারটি দিয়ে শুধুমাত্র 4fps (frame per second) ভিডিও রেকর্ড করা যায়। যেটা কারো পছন্দ হবে না।

আপনার সপটোয়্যারটি তেমনভাল নয় Camptachia7 হল সবথেকে ভাল ভিডিও এডিটিং এবং টিউটরিয়াল তৈরির সফওয়ার। আর আপনার ডাউনলোড লিংটি কাজ করেনা।