আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। টেকটিউনে এটা আমার প্রথম টিউন। তবে আমি টেকটিউনের নিয়মিত ভিজিটর। টেকটিউন আমার কাছে না বরং সবার কাছে একটা দরকারি সাইট। এই সাইট থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।
তাই ভাবলাম আজকে একটা টিউন দেই। আমি কিন্তু কোন এক্সপার্ট না তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর বক বক না করে কাজের কথায় আসি।
আজকে আমি আপনাদের শেয়ার করব একটা দরকারি Add ons নিয়ে।
আমাদের সবার ই তো পার্সোনাল কম্পিউটার আছে। আসলে কথাটা পার্সোনাল হলে বেশির ভাগ ক্ষেত্রে জিনিসটা পার্সোনাল থাকে না, দেখা যায় একই কম্পিউটার অনেক জন ইউজ করে। জিনিস টা আমার ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য, কারন আমার পিসি আমার সব বন্ধুরা ইউজ করে, আর বাঙালীর একটাই স্বভাব সামনে পিসি পাইলে ডাইরেক্ট ফেসবুক ঢুইকা যায়। আর এই নিয়ে অনেক আমি কিছু দিন ভোগান্তিতে ছিলাম। তাই ভাবলাম কোন কিছু করে যদি কিছু সাইট আমার ব্রাউজার থেকে অফ করে রাখা যায় তাহলে কেউ আর পিসি তে হাত দিবে না। আমার মত যারা ভোগান্তিতে আছেন তাদের জন্য আজকের এই টিউন। চলুন দেখি………
এর জন্য আপনাকে একটি Add ons চালু করতে হবে। add ons টির নাম Block site.
1.tools এ ক্লিক করে Add ons এ যান
2.তারপর block site এর Option ক্লিক করুন।
1.Add এ click করুন
2.তারপর location e আপনার কাঙ্খিত website এর নাম লিখুন
3.ok চাপুন
তাহলেই কাজ শেষ
আশা করি বুঝতে পেরেছেন। কোন কিছু ভুল হলে ক্ষমা করবেন।
আমি মুহাম্মদ বিপ্লব বিন মূসা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai title ki ar bujhailen ki, ata to website block korar jonno use kora hoy, but title er sathe er kono mil khuje pelam na