টিউন করার আগেই বলে রাখি যদি টিউন টি আগে কেউ করে থাকেন তার কাছে sorry....
আমরা মোটামুটি প্রায় সবাই ডেক্সটপ কে সাজাতে পছন্দ করি। এ জন্য নানা রকম widget, gadget ব্যবহার করি। এছারাও বিভিন্ন সময় নানা রকম skin pack ইউস করি। তো অনেক দিন পর নতুন একটা skin pack এর খোজ পেলাম, সত্যি অসাধারন, ইন্সটল দেয়ার আগে ভাবছিলাম পিসি হয়ত স্লও হতে পারে, তারপর শেষ পর্যন্ত ইন্সটল দিলাম... না।। না।। শেষ পর্যন্ত হতাশ হই নাই।। ইন্সটল দেয়ার পর এখন পর্যন্ত ইউস করছি,
যে বিষয় গুলো সবচেয়ে ভাল লেগেছে
১ . Color এর কম্বিনেশন
সত্যি ইন্সটল করার পর দারুন লাগছে। গ্রাফিক্স ছাড়া এত্ত সুন্দর স্ক্রীন কেউ বিশ্বাস করবেন না
২. Graphics
গ্রাফিক্স এক কথায় অসাধারন। এটা যে সুধুমাত্র আপনার ওয়াল্প পেপার আর ডেক্সটপ এ পরিবর্তন আনবে তা নয়
এছারাও ভিতরের ফোল্ডার এর কালার আপনার অবশ্যই মন কেরে নিবে
৩. fast no slow
অন্যান্য স্কিন প্যাক ইউস করার পর পিসি স্লও হয়ে জায় কিন্তু আমার পিসি এর কনফিগারেশন কম হওয়া সত্তেও এখন পর্যন্ত স্লও হয় নাই
৪ . size মাত্র ২৯ এম বি
নিচে আমি স্ক্রীন শট দিয়ে দিলাম
চিত্র-১
চিত্র-২
চিত্র-৩
একবার ইন্সটল করে দেখতে পারেন আসা করি ভালো লাগবে, ইন্সটল দেয়া এক্কেবারে সহজ ফাইল ডাউনলোড করার পর 1kb এর মত একটি batch ফাইল পাবেন।ওটায় double click করুন অন্যান্য process গুলো আপনি সহজেই বুজতে পারবেন
নিচের লিঙ্ক থেকে ফাইল টি ডাউনলোড করে নিন
https://www.mediafire.com/?06nql6g8aa2srn3
সমস্যা হলে টিউমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজ এ একবার ঘুরে আসবেন
আমি অপূর্ব দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks . তবে শিরোনামের সাথে কাজের মিল কম ..আমি ভাবছিলাম হয়তোবা এনড্রইড এপ্স ব্যবহার করার কোন পদ্ধতি ।