উইন্ডোজ ৭ আটোমেটিক আপডেট কিভাবে বন্ধ হবে এই বিষয়ে পাড়লে সাহায্য করেন। পিসি টা টিক মতই চলছিল সম্স্যার করনে উইন্ডোজ ৭ নতুন করে দিতে হল প্রমবার দিলাম কাজ হল না দিত্বীয় বার দিলাম টিক আছে কিন্তু নেট কানেকশন দিলে ২ মিনিটে ২ মেগাবাইট নাই মানে প্রতি ১ মিনিটে ১ এমবি ব্যান্ডউইথ যাচ্ছে কিন্তু এরকম হলে আমি ফকির হয়ে যাব সারাদিন আপডেটে আমার ১ জিবির বেশি গেছে ৫ জিবি ডাটা কিনলাম আপডেটে ১ জিবি শেষ।এখন সার্চ শুরু করে কিছু পালাম ম্যানুয়ালী উইন্ডোজ আপডেট অফ করলাম কাজ হয় না। এরপর সার্ভিস থেকে অফ করলাম তাতেও নেট এমবি যাচ্ছে। তারপর রেজিট্রি থেকে পারমান্টেলী আফ করলাম কাজ হয় না। তাহলে এমবি যাচ্ছে কই। এত কিছু করার পরেও কিসে এত মেগাবাইট যাচ্ছে বুঝেতে পারছি না। যতধরনের ট্রিকস আছে সব গুলোইতেই অ্যাপলাই করলাম একটাও তো কাজ করে না। এই সমস্যা এর আগেও ছিল আপডেট ফারওয়াল সব ম্যানুয়ালী বন্ধ করে রাখতাম এবং কন্ট্রোল প্যানেল থেকে পুরাতন যে আপডেট গুলো আছে সেগুলো রিমুভ করে রাখতাম ও উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করি এটাও আপডেট করে দিলে সব কিছু ঠিক মত চলত।
আমি কোন এন্টিভাইরাস ব্যবহার করি না উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করি এটাও আপডেট করা এবং আমার কম্পিউটার এর সকল স্যফটওয়্যার এর আপডেট বন্ধ করা। এখন টিউন করতে বসছি স্ক্রিনসর্টে দিছি ৪ মিনিটে ১৬ এমবি গেছে এবং টোটল টিউন করতে আমার টোটাল ৫৫ এমবি গেল এরকম এমবি গেলে আমি শেষ। কিভাবে বন্ধ করব।
আমি নামহীন ব্যক্তি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি যেইটা লিখতে চাইছিলাম, তা আপনি ট্রাই করেছেন, আমি খুব দুঃখিতো