আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভাল আছি, প্রিয় ভিজিটির আমি এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনার computer এর ইন্টানেট স্পীড বাড়াবেন cmd ব্যবহার করে। cmd এর এই কমান্ড গুলি ব্যবহার করে আপনার কম্পিউটার এর internet স্পীড বাড়াতে পারবেন ২ গুন। এমনকি আপনার কম্পিউটার স্পীড বাড়াতে পারবেন। তো চলুন শুরু করি।
টিউটোরিয়াল শুরু করার পূর্বে আমি একটি হাদিস তেলাওয়াত করতেছি, হাদিসটি মনযোগ দিয়ে পড়ুন। নিজের কাজে লাগবে।
হাদিসঃ উবায়দাতুল মুলাকী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত আছে। (যিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচার্য পেয়ে ধন্য হয়েছিলেন।) তিনি বলেন।রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হে কুরআন অনুসারীগন! তোমরা কুরানকে বালিশ বানিওনা। দিবস ও রাতের সময় গুলিতে সঠিক ভাবে কুরআন তেলাওয়াত করো। তার প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করো। তার শব্দসমূহ সঠিকভাবে উচ্চারন করো। কুরআনে যা বলা হয়েছে তা সঠিক ভাবে অনুধাবন করার জন্যে গভীর ভাবে চিন্তা ভাবনা করো। এরুপ করলে তোমরা (দুনিয়াতে ও আখিরাতে) সফলতা অর্জন করতে পারবে। কুরআন অধ্যায়নের মাধ্যমে দুনিয়াবী উন্নতির আশা পোষন করো না। কেননা পরকালে এর জন্যে মহা মূল্যবান পূরস্কার রয়েছে।(“ মিশকাত)
কুরআনের বালিশ না বানা নোর অর্থ হলোঃ কুরআনের সম্পর্কে উদাসীন না হওয়া। হাদীসের শেষ বাক্যের অর্থ হলো কুরআনের জ্ঞান অর্জনের পর তাকে পার্থিব পদ-মর্যাদা ও ধন দৌলত অর্জনের মাধ্যম না বান নো। কেননা এক হাদিসে আছে। কিছু সংখ্যক মানুষ কুরআনের জ্ঞান অর্জনের পর তাকে পার্থিব ধন-সম্পদ অর্জনের মাধ্যম বানাবে। তো প্রিয় ভিজিটর আমরা যেন কোরআন দিয়ে কেউ ব্যাবসা না করি।কোরানের প্রচারে নিজেকে আত্মনিয়োগ করি।
প্রিয় ভিজিটর চলুন এবার মূল টিউনে চলে যায়।
প্রিয় ভিজিটর কিভাবে কম্পিউটারের স্পীড বাড়াতে হয় এই নিয়ে অনেক টিউন করেছি। আমি এক এক করে সব গুলি টিউনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে আসুন।
উপরের ভিডিও এর সব গুলি কাজ করার পরে আপনি যখন নিচের ভিডিও তে দেয়া কমান্ড গুলি ব্যবহার করবেন, আমার কম্পিউটারের মত আপনার কম্পিউটার এর স্পিড তিন গুন বেড়ে যাবে।১০০% গ্যারেন্টি, আমি নিজেও এই ভিডিও গুলি ফলো করি।
তো প্রিয় ভিজিটর ভিডিও টি দেখুন,
ভিডিও বিষয়” কিভাবে cmd ব্যবহার করে কম্পিউটার এর ইন্টারনেট স্পীড বাড়াবেন।
আমি মোঃ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
youtube আসেনা