আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি।প্রিয় ভিজিটর আমি এই টিউনে আপনাদের দেখাব কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের (internet download manager) এর স্পীড বাড়াতে হয়। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের স্পীড বাড়ানোর এটি একটি কার্যর পদ্ধতি। এই পদ্দতি অনূসরন করে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। তো চলুন শুরু করি।
প্রিয় ভিজিটর আমি আপনাদের দেখিয়েছি, কিভাবে কম্পিউটারের স্পীড বাড়াতে হয়। কম্পিউটার এর স্পীড বাড়ানো নিয়ে আমি আপনাদের সাথে কিছু ভিডিও টিউটোরিয়াল শেয়ার করেছি। যারা দেখেন নি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসুন http://www.youtube.com/postcommentbd ।
আমি আজকে দেখাব কিভাবে internet download manager এর স্পীড বাড়াতে হয়।
প্রিয় ভিজিটর, অনলাইন থেকে খুব সহজে যে কোন ফাইল ডাউনলোড করার জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার একটি জনপ্রিয় সফটওয়্যার। কিন্তু আমরা এই সফটওয়্যারের সম্পূর্ণ স্পীড পাইনা। আজকের এই পদ্ধতি অনূসরন করে আমরা কিছুটা হলেও ইন্টানেট download manager এর স্পীড বাড়াতে পারব। তো প্রিয় ভিজিটর প্রথমে আপনার internet download manager টি আপডেট করে নিন। না করলেও সমস্যা নেই।
Internet download manager এর স্পীড বাড়তে ভিডিও দেখুন।
আমি মোঃ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই কাজটা করলে অনেক সাইট যেমন (Dropbox) IP ব্লক করে দেয়। তা ছাড়া ৮ টা কানেকশন এ ৫০+ MBBS পর্যন্ত ফুল্ স্পিড এ ডাউনলোড করতে পারবেন যদি সাইট free থাকে। যেটা টা কে বলে “More than enough” আমাদের ইন্টারনেট স্পিড এর জন্য। এই কাজ টা করা বুকামি ছাড়া কিছুই না।
thnx bro