আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমাদের পেনড্রাইভ বা মেমোরি কার্ডে অনেক জরুরি ও গোপন ফাইল থাকে। পেনড্রাউভটি অন্য কেউ ব্যবহার করতে গিয়ে এসব জরুরি বা গোপন ফাইলের ক্ষতি করতে পারে! এতে আমরা পাসওয়ার্ড ব্যবহার করে এসব ঝামেলা থেকে থেকে মুক্ত থাকতে পারি । তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সফট ছাড়া পেনড্রাইভ লক করতে হয় তার নিয়ম।
প্রথমে পিসির সাথে আপনার পেনডাইভটি সংযোগ করুন, যেটি আপনি লক করবেন। আমি আমারটা করলাম।
এবার My Computer ঢুকে Pendrive এর উপর রাইট বাটন এ ক্লিক করে Turn on BitLocker এ ক্লিক করুন ।
তাহলে নিচের মত আসবে।
এবার Use a Password to unlock the drive এ টিক চিহ্ন দিয়ে Type your Password এবং Retype your Password এর ঘরে একই পাসোয়ার্ড দিয়ে Next এ ক্লিক করুন।
এবার Save the Recovery key to a file এ ক্লিক করে ফাইলটি সেভ করে রাখুন।
এবার Use Encrypting বাটনে ক্লিক করুন।
তারপর ১০০ % হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এবার পিসি থেকে Pendrive টি খুলে আবার লাগান দেখুন আপনার পেন ড্রাইভ টি লক হয়ে নিচের মত শো করছে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ।