অনেক দিন পর আবার আজ একটা Tune করতে বসলাম । আশা করি আপনাদের ভালো লাগবে।অনেকে বলে যে Windows-7 এ নাকি Windows defult media player দিয়ে Mp3 গানে Covert art/নিজের ছবি লাগানো যাই না ! আজ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন।
নিচের Photo গুলো লক্ষ্য করুন...........
১.Windows media player টি open করুন ।
2. এবার যে গানের সাথে ছবি দিবেন সেটা চিত্রের মতো Drag করে এনে ছেরে দিন ।
3. এবার যে গান টা Add করলেন ওটার উপর Double Click করুন ।
4. এবার আপনি যে ছবি টা Add করবেন ওটা Copy (Ctrl+c) করুন ।
5. এবার সেই গানটার উপর Right click করে Paste album art এ click করুন ।কাজ শেষ ।
এবার দেখুন গানটার উপর আপনার ছবি show করবে ।
বিঃদ্রঃ এই কাজ টি করার সময় গানটি play করবেন না কাজ শেষে play করুন ।
এটা মূলত আপনার Windows experience !কেননা এখন অনেক Software পাওয়া যায় যেগুলো দিয়ে অতি সহজে এই কাজটা করা যায়!ধন্যবাদ!
আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃকামরুল ইসলাম(কামাল)।নিজের সম্পর্কে অত বলার কিছু আমার নেই। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করচি।এখানে যোগদান করেছি আপনাদের কাছ থেকে কিছু জানতে এবং কিছু জানাতে! http://www.facebook.com/kamrul88.kamal
আমার এক্সপি ৩