এবার বন্ধ হবে নিজে নিজে আপনার কম্পিউটার কোন প্রকার সফটওয়্যার ছাড়া ।

আমরা অনেকেই ইন্টারনেট এ বড় ফাইল বা মুভি বা অপারেটিং সিস্টেম ডাউনলোড দেই।এসব এর সাইজ বড় বলে অনেক সময় লাগে। যার ফলে পিসি কে অনেক সময় ২,৩ ঘন্টা খোলা রাখতে হয়।
অনেকে আবার রাতে ভাল স্পীড এর কারনে রাতে ডাউনলোড দেন। যার ফলে পিসি সারারাত খোলা থাকে।পিসি হয়তবা নষ্ট হবেনা কিন্তু পিসি এর বাস স্পীড কমে যায়।কিন্তু একটু বুদ্ধি খাটালেই
আপনার পিসি নিজে নিজে বন্ধ হবে। তাহলে ছলুন দেখি…… ধরুন আপনি একটা কিছু ডাউনলোড
দিলেন। দেখলেন শেষ হতে ৫০ মিনিট লাগবে।এখন আপনি ততক্ষণ থাকতে পাবেন না বা ঘুমিয়ে পরবেন।তখন আপনাকে যা করতে হবে তা হল।


১/ ঘনটা মানে হল ৩৬০০ সেকেন্ড। প্রথমে আপনার পিসির কোন খালি জায়গায় মাউস এর ডান বাটন ক্লিক করে নিউ থেকে শর্টকাট খুলুন desktop>right click>shortcut

2/এবার নতুন উইন্ডো তে টেক্সট বক্স এ SHUTDOWN -s -t 3600 লিখুন

৩/সংখ্যার জায়গায় আপনি আপনার কাঙ্খিত সময় টি সেকেন্ড এ হিসাব করে বসান।

৪/এরপর নেক্সট >ফিনিশ দিয়ে বের হয়ে আসুন।

৫/এবার ডেক্সটপ এ shutdown নামে একটি সর্টকাট তইরি হবে।

৬/সেটা তে একবার ক্লিক করে দিলে আপনার পিসি ৩৬০০ সেকেন্ড পর বন্ধ হবে।

এটি windows xp,vista,7 এ কাজ করবে। উইন্ডোজ ৮ এ কাজ কবে নাকি যানিনা। কারন আমি এটার ডেভেলপার প্রিভিউ ভারসন ব্যবহার করেছি।

আপনি যদি পিসি রিস্টার্ট করতে চান তবে SHUTDOWN -r -t 3600 লিখুন। এবার আর
পিসি নিয়ে আপনার চিন্তা করতে হবেনা।

সময় হলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন ।

Level 0

আমি নাজমুল ইসলাম নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস