মাইক্রোসফটের ডেস্কটপ ম্যানেজার ব্যবহার করে, স্মার্টদের তালিকায় যুক্ত হন আপনিও….

সাবাইকে জানাই আমার সালাম। আশাকরি সাবাই ভাল আছেন।
সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আমি আজ আপনাদের জন্য চমৎকার একটা সফটওয়ার নিয়ে এলাম। আশাকরি এই সফটওয়ারটি আপনাকে অনেকটা স্মার্ট করে তুলবে।

সফটওয়ারটি হল মাইক্রোসফটের ডেস্কটপ ম্যানেজার। যার সাহায্যে আলাদা চারটি ডেস্কটপ তৈরি করা যাবে।
এবং প্রতিটিতে আলাদা-আলাদা কাজ করতে পারবেন। অর্থাৎ একটি ডেস্কটপে যে এপলিকেশন ব্যবহার করছেন তা অন্য ডেস্কটপে দেখা যাবে না।
১১০ কিলোবাইটের এই সফটওয়ারটটি ইনষ্টল করার প্রয়োজন নেই, শুধু রান করালেই হবে।

ডাউনলোড করুন এখান থেকে

ডাউনলোড করে রান করলে সিস্টেম ট্রেতে ডেস্কটপ ম্যানেজার আইকন পাবেন, এই আইকনে ক্লিক করে অন্য ডেস্কটপে যেতে পারবেন। অথবা হট-কী ব্যবহার করে ডেস্কটপ পরিবর্তন করতে পারবেন।

ডিফল্ট হট-কীঃ
control + 1
control + 2
control + 3
control + 4

এইটা ব্যবহার করে লাইফে মজা নিতে পারবেন। যারা অফিসে জব করেন, তারা কাজের ফাকি দিয়ে, যা ইচ্ছা তা করতে পারবেন ও গেইম খেলতে পারবেন।
অফিসের বস আসার সাথ সাথে হট-কী ব্যবহার করে ডেস্কটপ পরিবর্তন করে ফেলুন, বস এসে দেখবে আপনি কাজে ব্যস্ত।
হা হা হা কি মজা

আমাকে পাবেনঃ

ফেইসবুকে

আমার ওয়েব সাইটে

o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o
o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o

Level 0

আমি আরাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

awesome

same to u @নীলোৎপল বেদী

tnx @মোঃ গোলাম রব্বনী

most welcome @zubaer1995

এর মানে আপনি এটা দিয়ে কিভাবে কাজে ফাকি দেয়া যায় সেটা শেখাচ্ছেন? :V না না এটা কোন ভাবে মেনে নেয়া যায় না। ঃপি

এই জিনিস্টা উইন্ডোজ ১০ এ এড করসে ভাল লাগলো টিউন টা কিন্তু স্ক্রিন্সট দিলে আর ভাল হইত 😀

kub e valo jinis. thank u…..

ভাল লাগল।

আমি মানুষটা সমপূর্ণ ব্যতিক্রম @ টিউনে ও দেখি ব্যতিক্রম @ ধন্যবাদ চালিয়ে যাও।

thanks

i will try next time @IHK শাওন

welcome @এনামুল ইসলাম

দোয়া করুন তাই যেন হয় @হোছাইন আহম্মদ

আসলেও সুন্দর

tnx @আসলেও সুন্দর