এসে গেলাম আমার তৃতীয় টিউন নিয়ে।
আশা করি সবাই ভালই আছেন।
প্রথমে আপনাকে ছোট একটি ফাইল ডাউনলোড করতে হবে।
ডাউনলোড করুন এখান থেকে। (২.৪৫ এম বি)
তারপর ইমস্টল দিন। ইন্সটল হয়ে যাওয়ার পর এবার একটি স্কিন ডাউনলোড করতে হবে।
Avengers S.H.I.E.L.D (২ এম বি)
এবার স্কিন টি ইন্সটল দিন।
ইন্সটল হওয়ার সাথে সাথেই স্কিন টি এপ্লাই হয়ে যাবে।
এবার কাস্টমাইজেশন এর পালা।
এবার টাস্কবার হতে Rainmeter টি ওপেন করুন।
যে থিম এডিট করবেন সেটা ওপেন করুন।
ধরুন Avengers file নিয়ে কাজ করব।
Avengers Folder পাবেন।
এবার যে ফিচার টা আপনার পছন্দ হয়না সেটা Unload করুন তাহলেই সেটা চলে যাবে। এডিট ও করতে পারবেন।
আজকে এইটুকুই। কোন সমস্যা হলে টিউনমেন্ট করতে ভুলবেন না। সাহায্যের জন্যই আছি।
আবার দেখা হবে।
আল্লাহ্ হাফেয
ধন্যবাদ।
আমি নাহিদুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।