আসুন বদলে দেই সপ্তম জানালার (উইন্ডোজ ৭) মেনুফেকচারার মডেল নেইম আর উইন্ডোজ আইকন। My Computer এর প্রপার্টিজ ওপেন করে দেখেন।

কেমন আছেন সবাই? আজকে উইন্ডোজ ৭ এর একটা টিপস নিয়ে এসেছি। অনেকেই হয়তো দেখে থাকবেন যে, My Computer এর প্রপার্টিজ ওপেন করলে ডান দিকে উইন্ডোজের একটা আইকন থাকে এবং নিচে Manufacturer ও Model নেইম থাকে। আমরা বেশিরভাগই পাইরেটেড (চুরি করে 😛 ) উইন্ডোজ ব্যাবহার করি তাই সেগুলো এডিট করে অন্যদের নাম লিখা থাকে। আপনি ইচ্ছা করলেই এগুলো বদলিয়ে নিজের নাম অথবা ইচ্ছামতো নাম দিতে পারবেন। যারা এখনো বুঝেননি কি নিয়ে কথা বলছি তারা নিচের স্ক্রীনশট টা দেখেন আর আপনার My Computer এ মউসের রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে দেখুন।

উপরে লাল কালি দিয়ে মার্ক করা জায়গা গুলোতে দেখুন কিছু ইনফর্মেশন দেওয়া আছে যা আমি দেই নি। এগুলো বদলাতে ছোট একটা সফটওয়্যার ব্যাবহার করতে হবে। সফটওয়্যারটির সাইজ মাত্র ২২ কেবি।

ডাউনলোড লিঙ্কঃ

গুগল ড্রাইভ

UppIT লিঙ্ক

মিডিয়া ফায়ার লিঙ্ক

সফটওয়্যারটি ডাউনলোড করার পর ডাবল ক্লিক করে ওপেন করুন। সরাসরি ওপেন হবে ইন্সটল দেওয়ার দরকার নেই।

আমি সব গুলো বদলে দিয়েছি। আপনি আপনার ইচ্ছামতো নাম ওয়েবসাইট এবং মোবাইল নাম্বার দিয়ে সেভ করুন। ইচ্ছা করলে কিছু ঘর ফাকাও রাখতে পারবেন। লোগো বদলাতে হলে Logo Path এর পাশে ক্লিক করে আপনার পছন্দ মতো লোগো সিলেক্ট করে দিন।

লিখাটি পছন্দ হলে দয়া করে আমার নতুন ব্লগটি ভিসিট করে আসবেন আর নতুন নতুন বাংলা টিউটরিয়াল পেতে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করুন।

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

আমার ইউটিউব চ্যানেল।

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 0

    @আতিক হাসান: ধন্যবাদ ভাই 🙂

valo laglo.tnx……@tuner

    Level 0

    @hafiz anower: ধন্যবাদ আপনাকেও

bro go ahead

    Level 0

    @খারাপ ছেলে: ধন্যবাদ ভাই আপনাকে 🙂

dhonnobad bhaia