চলুন আজ গপ্প না করে শর্টকার্টের HOT KEY গুলো দেখে নেই।
Win+Home: Desktop-এ একসাথে যখন একাধিক Window থাকে খোলা তখন উপরের Active window বাদে সকল Window Task bar এ Minimize করার জন্য Win+Home একসাথে চাপুন।
Alt+P: Windows Explore করে যখন আপনি কোন ফাইল খুজতে থাকি তখন ডান পাশে ফাইল এর প্রিভিও দেখার জন্য এই HOT KEY ব্যবহৃত হয়। এটা খুবই প্রয়োজনীয় একটি HOT KEY.
Win+(+): Zoom in করার জন্য।
Win+(-): Zoom out করার জন্য।
Win+L: পাসওয়ার্ড দেয়া থাকলে লক হয়ে যাবে এবং একাধিক ইউজার তৈরি করা থাকলে এক ইউজার থেকে আরেক ইউজারে যাওয়ার জন্য।
Win+F: ফাইল বা ফোল্ডার সার্চ করার জন্য।
Win+Tab: Active windows গুলো সুন্দরভাবে গ্রাফিক্যালি Xplore করে প্রয়োজনীয়টা সামনে আনার জন্য।
Alt+Tab: Active window গুলো Xplore করে প্রয়োজনীয়টা সামনে আনার জন্য।
Win+D: Active সকল Window গুলোকে একসাথে Taskbar এ মিনিমাইজ এবং রি-স্টোর করার জন্য।
Ctrl+Shift+Esc: Task Manager সরাসরি Open করার জন্য।
Win+Space: খোলা থাকা window একসাথে সচ্ছ হয়ে desktop দেখা যাবে।
Win+Up arrow: Active, কিন্তু ছোট করে রাখা window কে Maximize করার জন্য।
Shift+Win+Up arrow: Active, কিন্তু ছোট করে রাখা window কে Vertically Maximize করার জন্য।
Win+Down arrow: Active window Task bar এ Minimize করার জন্য।
Win+Left/Right arrows: একটি Active window মনিটরের ডানে বামে মাঝে নেয়ার জন্য।
Win+T: Taskbar এ থাকা item গুলো Focus করে দেখার জন্য।
Ctrl+Shift+N: নতুন ফোল্ডার তৈরি করার জন্য।
অনেকে windows key চেনেন না, এই বাটনের শংক্ষিপ্ত রুপ Win, বোঝার সুবিধার্থে ছবি দিলাম।
আজ এটুকুই, ভালো মন্দ অনুভূতি শেয়ার করুন।
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice post