সাহায্য চাই :: লিনাক্স ফেডোরা , Windows 7 : ডুয়েল বুট

আমার একটা জিনিস জানার ছিল,Windows 7 এর সাথে কি লিনাক্স ( ফেডোরা ) ডুয়েল বুট চালানো যায়?কোন সমস্যা হয় কি??? আমি ফেডোরা ১০ চেষ্টা করছি কিন্তু অনেক সমস্যা হচ্ছে(গ্রাফিক্স পাচ্ছেনা)। কেউ Windows 7 এর সাথে অন্য কোন ফেডোরা ১০ এর বদলে অন্য কোন ভার্সন ডুয়েল বুট করে থাকলে একটু জানান প্লিজ।
আমি ব্যবহার করছি Dell Inspiron 14R.

Level 0

আমি প্রীতম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার উইন্ডোজ ৭ না অন্য কিছু এটার সাথে লিনাক্স এর ড্রাইভার না পাওয়ার কোন সম্পর্ক নেই। সবচেয়ে ভালো হয় আপনি উবুন্টু ১০.০৪ এ চলে যান। আশা করি ড্রাইভার এর কোন সমস্যায় পড়বেন না।

    সাঈদ ভাইয়ের সাথে একমত । ফেডোরা 13 চলছে এখন … আর আপনার ভার্সন ১০ ! আর ফেডোরার ড্রাইভার সাপোর্ট নিয়ে মানুষের অভিজ্ঞতা তেমন একটা ভালো না । যাইহোক আমারও পরামর্শ থাকবে উবুন্টু ব্যবহার করার , কারন লিনাক্সগুলোর মাঝে উবুন্টুর হার্ডওয়্যার সাপোর্ট খুব ভালো । আশা করি সমস্যা হবে না ।

তবে জামাল ভাই একটা সমস্যায় আমি পড়েছিলাম কিছুদিন আগে আমার অফিসের একটা 5 Generation HP Server নিয়ে যাতে কোনভাবেই সঠিক ড্রাইভার পাচ্ছিলাম না। পরে অবশ্য ভেন্ডর অনেক ব্লগে লেখালেখি করার পর সুসি দিয়ে সমাধান হয়েছিল। এদিক দিয়ে আমার মতে উবুন্টু সবচেয়ে এগিয়ে।

Level 0

vai ami windows 7 er sathe 8 calate cai dual boot korbo kemne…..janaben plz