খুব সহজেই রিমুভ করুন Windows is not genuine Notification.

হ্যালো টেকটিউনস,

আজকে আমি এসেছি ছোট্ট একটা ট্রিক্স নিয়ে আর সেটা হলো, অনেক সময় আমাদের Windows 7-এর Screen এ  Windows is not genuine Notification দেখতে পাই। আর এটা সাধারনত হয় যখন আমাদের Windows-এ Update Option চালু থাকে এবং ইন্টারনেট চালু থাকে।

যখন এমন হয় তখন অনেকেই হয়তো নতুন করে Windows Setup করেছেন। তো ভবিষ্যতে যদি কেউ এমন সমস্যায় পরেন তাহলে নিচের প্রক্রিয়া অনুসরন কইরেন আসা করি সমস্যার সমাধান পাবেন।

Start=>All Programs=>Accessories=>Command Prompt-এ ডান বাটন এ ক্লিক করে Run as Administrator করুন।

এর পর Command Prompt-টি চালু হলে সেখানে শুধু "SLMGR –REARM" টাইপ করে Enter চাপুন।

কাজ শেষ এখন একটা Restart- দিন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

Level 0

আমি টেম্পার মেন্টাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার তো উইনডোজ অটো আপডেট বন্ধ আছে। তারপরও তো এই মেসেজ দেখায় মাঝে মাঝে। ফায়ারওয়াল বোধহয় অটো অন হয়ে যায় মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল চালালে ?
ইন্টারনেট চালু থাকলেও কি Windows is not genuine Notification. কোনোদিন এই মেসেজ দেখতে পাবনা? শিওর? যদি হয় দারুন হবে। মেজেসটা খুবই বিরক্ত করে।বাসায় গিয়ে করব।এই মেসেজ টা যখন দেখায় আমি একরনিজ দিয়ে আবার উইনডোজ সহ পুরো পিসির সফট ৫-৮ মিনিটে সেটআপ দিই।

    @S Rahman: ভাই, আপনার ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে কখনই এইটা হবেনা। হয়তো এমন হইছে যে, কোন একদিন নেট চালু করছেন আর সঙ্গে সঙ্গে নেট থেকে আপনার উইন্ডোজ টা আপডেট নিছে। আর তখনই এই সমস্যা। কোন সমস্যা নাই এই ভাবে ঠিক করে নিয়েন। আর পারলে control panel থেকে আপডেট অপসন টা বন্ধ রাইখেন।
    ধন্যবাদ।

আমারও একই সমস্যা চেষ্টা করছি কি করা যায়

Level 2

আমার জীবনও এমন হয়নাই এক্টিভ সব সময় 7

Level 0

W7 আপডেট করেও এই সমস্যায় পড়িনাই
activator দিয়া actvtd.

এত্তো সোজা!!!!!!!!

wowww good job bro….. its working!!!!