আপনি কি Windows-7 ব্যবহার করেন ? তাহলে আপনি এর ডিফল্ট ফন্ট নিয়ে সন্তুষ্ট না; তাই না ? Windows-8 এর ফন্ট আবার অনেক সুন্দর, উবুন্টু বা ম্যাক এর কাছাকাছি ।
যাই হোক, দেখুন তো আমারটা পছন্দ হয় কিনা ?---
এরকম চাইলে আপনাকে যা যা করতে হবে--
1. Download Nirmala Font & Extract. Then open & Install it, or paste it to the Fonts Directory.
2. Right Click on Desktop & go to "Personalize\Window Color\Advanced appearance settings...\
3. Active Window Border থেকে শুরু করে Tooltip পর্যন্ত নীল করা অপশনগুলোর ফন্ট "Nirmala" সিলেক্ট করুন, Size: 9 দিন
4. Press "OK" & Save Changes.
==============================================================================
Firefox এরকম চাইলে আপনাকে যা যা করতে হবে--
১। Firefox এর Option\Content-এ যান
২। Default font: "Nirmala Ui" সিলেক্ট করুন। এর পাশে Advance\Fonts For Bengali -তে যান।
৩। সবকটি "Nirmala Ui" সিলেক্ট করুন। OK করুন
৪। Allow Page... অপশনটি Uncheck করতে ভুলবেন না যেন ! OK করুন
-----------------------------------------------------------------------------------------------এটা Avro এর সাথে প্রদত্ত FontFixer এর চাইতে ভালো
আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin
ধন্যবাদ শেয়ার করার জন্য ।