সকলকে শুভেচ্ছা জানাই। আজ আপনাদের এক্কেবারে নিজের পছন্দ মতন উইন্ডোজ থিম তৈরি করা শিখাব।এখানে মাইক্রসফট উইন্ডোজের অনেক নজরকাড়া ওয়ালপেপার আর থিম রয়েছে। আপনার পছন্দমত ছবিও একসাথে দেখতে পারবেন ওয়ালপেপার হিসেবে। এক্সপার্ট ভাইদের প্রবেশ পুরাপুরি নিষিদ্ধ।
চলুন শুরু করিঃ
১।প্রথমে কন্ট্রোল প্যানেল ওপেন করে ফোল্ডার অপশন্স থেকে একটি কাজ করতে হবেঃ
২। পার্সোনাল ফোল্ডার এ গিয়ে Theme নামে একটি ফোল্ডার তৈরি করুন।
৩। এখন C:\Windows\Web\Wallpapers এই ডিরেক্টরিতে যান।এর ভিতরের সকল ফোল্ডারের ভিতর যত ইমেজ আছে সবগুলিকে আপনার তৈরি করা "Theme" ফোল্ডার এ কপি করুন।
৪।এখন C:\Windows\Globalization\MCT এই ডিরেক্টরিতে যান।ভিতরে ৫টি ফোল্ডার দেখতে পাবেন।একে একে প্রত্যেকটি ফোল্ডার ওপেন করুন আর প্রতিটি ফোল্ডার এর ভিতর
#এভাবে ৫টি ফোল্ডারেই এই কাজগুলো সম্পন্ন করতে হবে।
৫।এখন Libraries\Pictures\Public pictures\Sample pictures এ গিয়ে সকল ফাইল আপনার তৈরি Theme ফোল্ডার এ কপি করুন।
৬।এখন ডেক্সটপ এ গিয়ে রাইট ক্লিক করে Personalize ওপেন করুন।তারপর
এখন আপনার থিমটি Unsaved theme নামে দেখা যাবে।
৭-৮।আপনার পছন্দমত কালার অ্যাপিয়ারেন্স দিন, স্ক্রিনসেভার,সাউন্ড ইত্যাদি কাস্তমাইজ করুন।
থিমটি এখনো Unsaved Theme নামেই আছে। চলুন এটিকে সেভ করিঃ
৯।থিমটির উপরে রাইট ক্লিক করে Save theme এ ক্লিক করুন।নাম চাইলে একবার spacebar চাপুন [আপনি চাইলে অন্য নামও দিতে পারেন] তারপর save এ ক্লিক করুন।
ব্যস হয়ে গেল! এখন প্রথম ধাপ অনুসরনে Hide protected operating system files এ টিক দিয়ে দিন যদি অনেক উইন্ডোজের নিজস্ব ফাইল দেখতে না চান।
এটি শুধু নতুনদের জন্য লেখা।ভাল লাগলে কমেন্ট করবেন। আর দয়া করে আজেবাজে কমেন্ট করে টিউনারের টিউন করার মনমানসিকতা নষ্ট করবেন না।
ধন্যবাদ সবাইকে।খোদা হাফেজ।
আমি বিলাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks