আপনি ইনস্টল করার সময় এটি উইন্ডোজ 7 ডেস্কটপ কনটেক্সট মেনু (রাইট ক্লিক মেনু) আপনি তিনটি অপশন যোগ করা হয়েছে: Graphics Properties, Graphics Options, and Intel (R) TV Wizard
উইন্ডোজ থেকে Graphics Properties, Graphics Options, and Intel (R) TV Wizard এন্ট্রি মুছে ফেলার জন্য 7 ডেস্কটপ কনটেক্সট মেনুর নিচে দেওয়া সহজ ধাপ অনুসরণ করুন:
1. স্টার্ট মেনু এবং Run টাইপ করুন regedit উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর লিখুন.
2. নিম্নলিখিত কী নেভিগেট করুন:
HKEY_CLASSES_ROOT\Directory\Background\shellex\ContextMenuHandler
3. ContextMenuHandlers অধীনে, igfxcui নামে কী মুছে দিন.
4. রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন. আপনি অবিলম্বে পরিবর্তন দেখতে সক্ষম হবে.
আপনি উইন্ডোজ রেজিস্ট্রি সাথে খেলতে পছন্দ করি না, শুধু নিচের পদ্ধতি অনুসরণ করুন:
1. এখান থেকে রেজিস্ট্রি ফাইলটি ডাউনলোড করুন এখানে .
2. ফাইলের উপর ডাবল ক্লিক করুন, Yes ক্লিক করুন, এবং OK নির্বাচন করুন.
3. আপনি এখন পরিবর্তন দেখতে সক্ষম হবে.
এই রেজিস্ট্রি কেবল উইন্ডোজ রেজিস্ট্রি থেকে igfxcui এন্ট্রি মুছে ফেলা হয়.
আমি Showeb Arif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
>>>>>>> এবার ফোরাম পোস্ট এর বোনাস যাবে আপনার পকেটে <<<<<<<<<<
ফরেক্সে যারা ফোরাম পোস্টিং এর বোনাস দিয়ে ট্রেড করতেন তাদের অনেকেই Mayzus ফোরামে কাজ করতেন। তাদের জন্য Mayzus ফোরামের পোস্টিং এর জন্য বোনাস প্রোগ্রাম প্রদান বন্ধ হয়ে যাওয়াটা একটা বিশাল দুঃসংবাদ। বোনাস প্রদানকারী ফোরাম সাইটগুলোর মধ্যে Mayzus কে অনেকেই বেশি পছন্দ করত, কারণ তারা বোনাস প্রদানে তেমন গড়িমসি করত না এবং তাদের পেমেন্ট ছিল সাপ্তাহিক। বিশেষতঃ যারা ফরেক্সে নতুন, ফোরাম পোস্টিং এর বোনাস দিয়ে ট্রেড করা তাদের জন্য একটি বড় সুযোগ। এক্ষেত্রে নিজের পকেটের টাকা খরচ করতে হয় না বিধায় লস হলেও সেটা তেমন একটা গায়ে লাগে না। কিন্তু লাভ করতে পারলে পুরোটাই উত্তোলন করা যায়। এছাড়া ফোরাম পোস্টিং করতে হলে ফোরামের বিভিন্ন থ্রেড ও পোস্ট পড়তে হয় বিধায় ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞানও অর্জিত হয় বিধায় একজন ভালো ট্রেডার হিসেবে গড়ে ওঠা অনেক সহজ হয়। অন্যান্য বোনাস প্রদানকারী ভালো ফোরাম যেগুলো আছে, সেগুলোর বেশিরভাগই বাংলাদেশীদের জন্য তেমন সুবিধাজনক নয়। অধিকাংশ সময়ই দেখা যায় যে, বাংলাদেশের বেশিরভাগ আইপি-ই তারা ব্যান করে রেখেছে। এগুলোর মধ্যে আছে Nigeria ফোরাম, India ফোরাম ইত্যাদি। বাংলাদেশী বিভিন্ন অসৎ ফোরাম পোস্টিংকারী যারা কপি-পেস্ট এবং স্প্যামিং করে বেড়ায়, মূলতঃ তাদের কারণেই এমনটি হয়েছে। তাই Mayzus ফোরামই বেশিরভাগ ফোরাম পোস্টিংকারীদের জন্য পছন্দের তালিকায় প্রথম ছিল। Mayzus ফোরাম এর বোনাস প্রদান বন্ধ হওয়ায় অনেকেরই মাথায় হাত এবং বেকার বসে থাকা ছাড়া আপাততঃ কোনো কাজ নেই।
যারা Mayzus ফোরাম এ কাজ করতেন তাদের জন্য একটি সুখবর! সুখবার তাদের জন্যও যারা ফোরাম পোস্টিং এর মাধ্যমে আয় করা বোনাস এমাউন্ট দিয়ে ট্রেডিং করতে চান। আপনারা RVDmarkets ফোরামে কাজ করতে পারেন। RVDmarkets ফোরামের বোনাস পেমেন্ট খুবই ভালো। RVDMarkets ফোরাম প্রতি Verified পোস্টের জন্য 0.30 করে দেয় যা Mayzus ফোরাম থেকেও বেশি। আগে RVDMarkets ফোরাম বোনাস পেমেন্ট দিতো Instantly অর্থাৎ তাৎক্ষণিকভাবে। অর্থাৎ পোস্টিং করলে পোস্ট Verified হলে বোনাস এমাউন্ট তাৎক্ষণিকভাবে Trading Account এ জমা হয়ে যেত। কিন্তু চলতি September মাস থেকে তারা নতুন নিয়মে সাপ্তাহিক পেমেন্ট দিচ্ছে। এটিও একটি ভালো অপশন। পোস্টিং করে বোনাস পাওয়ার জন্য এক মাস অপেক্ষায় থাকতে হবে না। Mayzus ফোরামও সাপ্তাহিক পেমেন্ট দিতো। RVDMarkets ফোরাম এ বাংলাদেশের অনেকেই কাজ করলেও তারা সংখ্যায় সীমিত। অর্থাৎ বেশির ভাগ বাংলাদেশী ফোরাম পোস্টিংকারীদের কাছে RVDMarkets ফোরাম অপরিচিত। কিন্তু এর পাবলিক রিভিউ অনেক ভালো। আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন।
বোনাস পাওয়ার জন্য ইউনিক পোস্ট করতে হবে। কপি-পেস্ট করা যাবে না, স্প্যামিং করা যাবে না। পোস্ট Informative এবং Thread Related হতে হবে। প্রতিদিন ২০টির বেশি পোস্ট করতে পারবেন না। করলেও বাড়তি পোস্টের জন্য বোনাস পাবেন না। খুবই অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক পোস্ট করতে পারবেন না। করলে স্প্যামার হিসেবে চিহ্নিত হবেন।
আপনার বোনাস এমাউন্ট $50 হলে তা আপনার ECN ট্রেডিং একাউন্টে সংযুক্ত করে ট্রেড শুরু করতে পারবেন। অথবা যে কোনো PAMM একাউন্ডে ইনভেস্ট করতে পারবেন।
এই ফোরাম এ একটা ভালো দিক হলো, আপনার একাউন্ট এ $৫০ হলে আপনি ক্যাশ করে নিতে পারবেন
কীভাবে শুরু করবেন?
[১ম ধাপ] প্রথমেই আপনাকে RVDMarkets এর BackOffice এ একটি Personal Backoffice একাউন্ট করতে হবে। একাউন্ট করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন:
http://www.rvdmarkets.com/partner/5449
Personal Documents (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এর স্ক্যান কপি এবং গ্যাস, ইলেকট্রিসিটি বা টেলিফোন বিল এর স্ক্যান কপি) আপলোড করে Verified হওয়ার জন্য অপেক্ষা করুন। আমার Verified হতে মাত্র দেড় ঘন্টা লেগেছিল। ক্ষেত্র বিশেষে এক থেকে দুইদিনও লাগতে পারে।
[২য় ধাপ] RVDMarkets এর BackOffice এ আপনার একাউন্ট Verified হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে আপনাকে RVDMarkets ফোরামে একটি একাউন্ট করতে হবে। RVDMarkets BackOffice এর একাউন্ট এবং RVDMarkets ফোরামের একাউন্ট করার জন্য অবশ্যই একই ইমেইল এ্যাড্রেস ব্যবহার করবেন। ফোরাম একাউন্ট করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন:
http://www.forum-english.rvdmarkets.com/register.php/ID=14041
একাউন্ট হয়ে যাওয়ার পর আপনার পছন্দ অনুযায়ী ফোরাম একাউন্টের সেটিংস ঠিক করে নিন।
[৩য় ধাপ] এবার বোনাস এমাউন্ট অর্জিত হলে তা যাতে BackOffice একাউন্টে যুক্ত হতে পারে, তার জন্য ফোরাম একাউন্টকে RVDMarkets এর BackOffice এ সংযুক্ত করতে হবে। এর জন্য RVDMarkets এর BackOffice এ (https://backoffice.rvdmarkets.com/) Login করুন। তারপর Personal Information এ ক্লিক করে Accounts of Forums এ ক্লিক করুন। এবার Attach user of forum এ ক্লিক করুন। তারপর Drop down menu থেকে English Forum – RVD Markets Ltd সিলেক্ট করে Login on Forum এর ঘরে আপনার ফোরামের User Name এবং Password on forum এর ঘরে ফোরামের পাসওয়ার্ড দিয়ে Attach user of forum এ ক্লিক করুন। সবকিছু ঠিকঠাক মতো দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফোরাম একাউন্টটি সফলভাবে RVDMarkets এর BackOffice একাউন্ডে সংযুক্ত হয়ে যাবে।
[৪র্থ ধাপ] এবার ফোরাম সেকশনে গিয়ে ধীরে-সুস্থে পোস্টিং করা শুরু করুন। ভালো কথা, পোস্টিং শুরু করার পূর্বে Rules RVDMarkets Of Forum ( http://www.forum-english.rvdmarkets.com/forum-199-about-forum-rvd-markets-limited/thread-7991-rules-rvdmarkets-forum/index.html ) এবং Terms of the bonus program ( http://forum-english.rvdmarkets.com/forum-199-about-forum-rvd-markets-limited/thread-7949-terms-bonus-program/index.html ) Thread দুটি ভালো করে পড়ে নেবেন। তাহলে সমস্ত নিয়ম-কানুন বুঝতে পারবেন।
যদি কোনো সমস্যা হয় , তাহলে ফোন করতে পারেন — ০১৯৬৬৯৭৬৩০৯
কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করব।