মজার একটা উইন্ডোজ ৭ এর থিম ছোট বড় সবার পছন্দ হবেই

আসসালামু আলাইকুম। টেকটিউন্স সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।যাই হোক কাজের কথায় আছি।এটি একটি skin pack।এটি শুধু উইন্ডোজ ৭ এ সাপোর্ট করে।এই skin pack দিলে কম্পিউটার অনেক ফাস্ট হয় কিনা আমি জানি না । তবে আমি নিজে ব্যবহার করছি কম্পিউটার অনেক ফাস্ট আর ব্যবহার করে অনেক মজা পাছছি।প্রথমে ডাউনলোড করবেন।পরে ডাউনলোড হলে ইন্সটল করবেন ইন্সটল করর সময় দেখবেন ৩ টা ফাইল আসবে যদি টিক থাকে তাহলে ঠিক আছে।যদি না থাকে তাহলে দিয়ে দিবেন। ইন্সটল হয়ে গেলে কম্পিউটার রিস্টাট করবেন।ব্যাছ হয়ে গেল।এরপর নিচের মত আসবে।

নামঃ MeeGo Skin Pack For windows 7

ডাউনলোড

দ্রষ্টব্য: সমস্ত প্রোগ্রাম বন্ধ করে ইনস্টল করুন. না হলে ইনস্টল হবে না। আর ভুলেও কেউ উইন্ডোজ ৮ বা xp  তে ইনস্টল দিবেন কিছু হলে কিন্তু আমি দায়ি থাকব না।

সাপোর্ট:উইন্ডোজ 7 [x86- x64]

কেমন লাগলো সবাই জানাবেন আবার নতুন কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ...

Level 0

আমি addbazz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই “MeeGo” কি নকিয়া আর ইন্টেলের যৌথ অপারেটিং সিস্টেমটা না?

Level 0

vai eita to skinpack…………….title-e likhchen theme?