আসসালামু আলাইকুম। টেকটিউন্স সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।যাই হোক কাজের কথায় আছি।এটি একটি skin pack।এটি শুধু উইন্ডোজ ৭ এ সাপোর্ট করে।এই skin pack দিলে কম্পিউটার অনেক ফাস্ট হয় কিনা আমি জানি না । তবে আমি নিজে ব্যবহার করছি কম্পিউটার অনেক ফাস্ট আর ব্যবহার করে অনেক মজা পাছছি।প্রথমে ডাউনলোড করবেন।পরে ডাউনলোড হলে ইন্সটল করবেন ইন্সটল করর সময় দেখবেন ৩ টা ফাইল আসবে যদি টিক থাকে তাহলে ঠিক আছে।যদি না থাকে তাহলে দিয়ে দিবেন। ইন্সটল হয়ে গেলে কম্পিউটার রিস্টাট করবেন।ব্যাছ হয়ে গেল।এরপর নিচের মত আসবে।
নামঃ MeeGo Skin Pack For windows 7
দ্রষ্টব্য: সমস্ত প্রোগ্রাম বন্ধ করে ইনস্টল করুন. না হলে ইনস্টল হবে না। আর ভুলেও কেউ উইন্ডোজ ৮ বা xp তে ইনস্টল দিবেন কিছু হলে কিন্তু আমি দায়ি থাকব না।
সাপোর্ট:উইন্ডোজ 7 [x86- x64]
কেমন লাগলো সবাই জানাবেন আবার নতুন কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ...
আমি addbazz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই “MeeGo” কি নকিয়া আর ইন্টেলের যৌথ অপারেটিং সিস্টেমটা না?