সবাইকে শুভেচ্ছা, কেমন আছেন সবাই? আমি ভালো নেই, ভালো থাকার মন্ত্রটা শিখার চেষ্টা করছি। ক্লাস নেই, এই হিসাবে একটু ভালই আছি 😀 আমার রিসেন্ট একটা পোস্ট ভালো লাগলে পরবেন প্লীজ।
এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সপ্তম জানালা (Windows 7)-কে একটু অন্যরকম করে সাজানো যায়। আমি অনেকদিন ধরে উইন্ডোজ ৭ কে সাজিয়ে ব্যাবহার করছি। মাইক্রোসফটের ঘষামাজা মার্কা মারা উইন্ডোজ ব্যাবহার করে অনেক মজা কিন্তু দেখতে দেখতে আর ভালো লাগে না তাই একটু সাজানো। নমুনা দেখুন
এটা হলো আমার ডেক্সটপ। কিছুদিন আগে গান বানানো নিয়ে একটা পোস্ট করেছিলাম যার লিঙ্ক উপরে দেওয়া আছে, সেখানে ভিডিও টিউটরিয়াল দেখে অনেকেই বলেছেন যে আমার ডেক্সটপটা নাকি অনেক সুন্দর, কেউ কেউ বলেছেন এটা নিয়ে একটা পোস্ট করতে তাই লিখছি।
এই কাজটা করতে আমি যা যা ব্যাবহার করেছিঃ ডাউনলোড লিঙ্ক
একটা স্কিনপ্যাক- (Chromium)
ডাউনলোড করে ইন্সটল দিলে পিসি রিস্টার্ট হবে, পরে দেখবেন সব বদলে গেছে।
ObjectDock Plus ইন্সটল দেন, রান হয়ে গেলে Activation চাইবে, কেটে দিন। এবার Keymaker ওপেন করে Patch এ ক্লিক করলেই একটা উইন্ডো আসবে সেখান থেকে CrashRpt.dll সিলেক্ট করবেন। এবার Save License এ ক্লিক করে C:\Program Files\Stardock\ObjectDockPlus2 এখানে সেভ করুন। ব্যাস!
এই তিনটা টুল দিয়ে কাজগুলো করেছি। কিছু জিনিষ যা দেখাতে পারি নি তাহলো লগঅন স্ক্রীন আর বুট স্ক্রীন।
উইন্ডোজ ৭ Boot Updater ডাউনলোড
উইন্ডোজ ৭ Boot Updater ওপেন করে ফাইল থেকে লোড বুট স্ক্রীনে ক্লিক করে একটা বুটস্ক্রীন সিলেক্ট করে ওকে করুন। এবার অ্যাপ্লাইতে ক্লিক করে রিস্টার্ট দিলেই বুঝতে পারবেন।
Windows 7 Logon Background Changer ডাউনলোড।
ডাউনলোড করে ওপেন করে যেকোনো একটা ছবি সিলেক্ট করে অ্যাপ্লাই চাপলেই কাজ শেষ।
কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
nice vai..already ache sob software sdo skinpack ta bade…tai skinpack namalam…donnobad apnake..sundhor post korar jonno