আসসালামুয়ালাইকুম। এটা আমার ১ম টিউন। কেও দিয়ে থাকলে মাফ করবেন। ১ম এ আপনি কন্ট্রোল প্যানেলে যান। এবার চিত্রের মত speech Recognition খুঁজে বের করুন। Install দিয়ে Microsoft Word এ প্রবেশ করুন। এবার speech Recognition অন করে আপনি যা বলবেন তাই লিখবে পিসি! মনে রাখবেন এটা করার জন্য Microphone লাগবে।
Good bye
আমি ব্লগার বীরবল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এতো সুন্দর টিউন আমি জীবনেও পড়ি নাই। চিত্রের কথা আছে কিন্তু চিত্র নাই। এটা কেমন টিউন করলেন ভাই? টিউন যেহেতু করবেন, তো একটু দেখে শুনে করেন। কিছুই তো বুঝলাম না।