xp এর মত windows 7 এর run অপশনকেও নিয়ে আসুন satart মেনুতে।

আমরা অনেকেই একটা সমস্যায় পড়ি windows7 এর run অপশন নিয়ে, কারন আমরা যেহেতু কম্পিউটার ব্যাবহার করি সেহেতু

run অপশনটি আমাদের বার বার প্রয়োজন হয়ে থাকে, আর এই run অপশনটিকে এক্সপিতে সহজে  স্টার্ট মেনুতে পাওয়া গেলেও

windows 7 পাওয়া যায়না। পাওয়া যায় সেই all program হয়ে accessories গিয়ে অনেক ঝামেলা করে। এখন থেকে আর

ঝামেলার দরকার নেই। এক্সপির মত সেভেনেও run অপশন ব্যাবহার করুন স্টার্ট মেনুতে। তার জন্য প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে

যে কোন একটি খালি জায়গায় রাইট ক্লিক করে properties ক্লিক করুন, নিচে দেখুন……………………

এবার start menu ট্যাব হয়ে customize এ ক্লিক করুন, নিচে দেখুন………………………

এবার আপনি এখান থেকে run command খুজে বের করে সেখানে টিক চিহ্ন দিয়ে apply এবং ok করুন।

ব্যাস কাজ শেষ, এবার দেখুন স্টার্ট মেনুতে আপনার কাঙ্খিত run অপশনটি চলে আসছে।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন…………………

প্রথম প্রকাশ kamrul it তে

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দরকার কি চাকুম বাকুম করার?!

ভাই ভাল টিউন করেন কি সব ফালতু টিউন করেন

ছি ছি ! মেয়ে একটাই যথেষ্ঠ। অন্য মেয়ে লাগবে না।