সকলকে শুভেচ্ছা! আশা করি সকলে ভালোই আছেন! ভালো থাকারি কথা, Techtunes.com.bd™ এর সাথে থাকলে সবাই ভাল থাকে।
আজ আসি আপনাদের জন্য নিয়ে এলাম সম্পর্ন্য নতুন একটা পোস্ট ,যা অনেক এ জানে না । যারা জানেন না তাদের জন্য আমার এ পোস্ট……..
পিসি অন হওযার সময় নিজের আপনোর পিসি অন হওয়ার সময় নিজের কাস্টমাইজ করা মেসেজ দেখতে চান, এই সহজ একটা কাজ নিজেই খুব সহজে করা যায়, তাহলে নিছের নিয়ম গুলো অনুসরন করেন …
>> প্রথমে স্টার্ট মেনু তে গিয়ে রান লিখে সার্চ দিন অথবা উইন্ডোজ কী চেপে ধরে R চাপুন !
>> সার্চ বক্সে লিখুন Regedit এবং এন্টার প্রেস করুন ,কোন মেসেজ আসলে ওকে দিন!
>> ওখানে গিয়ে আপনার যাওয়ার রাস্তা হবে ঠিক এরকম---
HKEY_LOCAL_MACHINE/SOFTWARE/MICROSOFT/WINDOWS/Current Version/Policies/System……..
>> তারপর ডান পাশের বক্স এ দেখুন লিখা আছে…legalnoticecaption; ওপেন করুন এবং আপনি যা দেখতে চান তা লিখুন ।
>> তারপর নিচে দেখুন legalnoticetext ওপেন করুন এবং আপনার মেসেজ টি লিখুন ও ওকে দিন ।
>> Registry বন্দ করে বেরিয়ে আসেন এবং আপনার পিসি রিস্টার্ট দিন ..আর দেখুন নতুনত্ব।
ধন্যবাদ সবাইকে,, এই ধরনের আরো টিউন পেতে সাথেই থাকুন…
সর্বোপরী টিউন টি ভাল লাগলে আমার ছোট্ট সাইটটি ঘুরে আসতে পারেন
আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।
http://www.ittipstune.tk