"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
মহান আল্লাহর নাম নিয়ে টেকটিউনসে আমার ১ম পোস্ট শুরু করছি ।
আসসালামু আলাইকুম , আশা করি সবাই ভাল আছেন এবং আল্লাহর রহমতে ভালই থাকবেন। ছোট্ট একটা টিপস নিয়ে এলাম আপনাদের জন্য । আশা করি আপনাদের ভাল লাগবে ।
১মঃ Desktop এ Right Click করে NEW তারপর Text Document(মানে একটা Text Document create করি)।
২য়ঃ এতে নিচের code টুকু কপি করে দেই।।
set folder="C:\Windows\Temp" cd /d %folder% for /F "delims=" %%i in ('dir /b') do (rmdir "%%i" /s/q || del "%%i" /s/q) set folder="C:\Users\AUVY\AppData\Local\Temp" cd /d %folder% for /F "delims=" %%i in ('dir /b') do (rmdir "%%i" /s/q || del "%%i" /s/q) set folder="C:\Windows\Prefetch" cd /d %folder% for /F "delims=" %%i in ('dir /b') do (rmdir "%%i" /s/q || del "%%i" /s/q) set folder="C:\Users\AUVY\Recent" cd /d %folder% for /F "delims=" %%i in ('dir /b') do (rmdir "%%i" /s/q || del "%%i" /s/q) ৩য়ঃ এতে যে সব জায়গায় AUVY আছে সেখানে আপনার কম্পিউটার এর নাম দিন(Start bar এ গেলেই দেখতে পাবেন)। ৪থঃ এবার ফাইলটা speed_up.bat নামে সেভ করুন(file->save as->speed_up.bat)। ৫মঃ শেষ। এবার double click করলেই সব junk file মুছে যাবে। যে কোন সময় আপনি ঐ ফাইলে double click করে সব junk file মুছতে পারবেন। এটা খুবই উপকারি এবং RAM CPU এর জায়গা নেবে না। এটা কপি করে আপনি কম্পিউটার এর যে কোন জায়গায় রাখতে পারবেন। তো সবাই ভাল থাকবেন। কোন ভুল হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
আমি Happy_Boy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks