উইন্ডোজ ব্যবহার কারীর নাম পরিবর্তন করুন (অতি সহজে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

মাঝে মাঝে আমাদের পিসির নাম পরিবর্তন করার প্রয়োজন পড়ে কিন্তু পদ্ধতি না জানার কারনে অনেকে সময় সেই নামেই চলতে হয়। অথবা উইন্ডোজ সেটাপ দেয়ার সময় নাম পরিবর্তন করতে হয়। যাই হোক এখন দেখেন কি ভাবে খুব সহজে কম্পিউটারের নাম পরিবর্তন করতে হয়।
তাহলে চলুন নিচের নিয়ম গুলো ভালো ভাবে অনুসরণ করুন।

প্রথমে Computer-এ ডান বাটন ক্লিক করে Properties-এ ক্লিক করুন।


তাহলে নিচের মত একটি বক্স আসবে এখানে নিচের দেখানো মত change settings এ ক্লিক করুন।

তাহলে আরেকটি বক্স আসবে এখানেও change বাটনে ক্লিক করুন। (নিচে দেখুন)

এবার আপনার নিজের নাম দিয়ে ok করুন। (এখানে কোন স্পেস রাখা যাবে না)

রিস্টার্ট চাইলে রিস্টার্ট করুন। আর দেখুন আপনার কম্পিউটার নাম পরিবর্তন হয়ে গেছে।

বিঃ দ্রঃ উপরের নিয়মটা যারা Windows 7 ব্যবহার করে তাদের জন্য।

ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।
পূর্বে প্রকাশিত এখানে

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

­

ভাই আমার মনে হয় এই সাধারণ জিনিসগুলো সবাই জানে, এগুলো কারো অজানা নয়, পারলে ভাল টিউন করবেন, ধন্যবাদ।

    @মেহেদী আল হাসান: আমি নিজে ও জানতাম না কালকে হঠ্যত কাজ করে পদ্ধতি জানলাম আমার মত আরো অনেকে আছে যারা জানে না, তাদের জন্য বিশেষ করে টিউনটি কাজে লাগবে।
    (ধন্যবাদ মন্তব্যর জন্য)

Level 0

হোছাইন আহম্মদ ভাই ,আপনি তো photoshop professional আপনাকে এর আগেও বলেছিলাম , photoshop CS6 এর 3D tools নিয়ে টিউন করতে , ভাই যদি একটু করতেন খুব ভালো হতো , সমস্যায় আছি । ধন্যবাদ

Easy 😐

Only 1 tune!Then you will reach 100!Congrats! 😀

Bhaijan, ei paddhati abolambon kore amio name change kore6i, kintu restrat debar por pc screen black hoye gechhe. Kono kichui ase na. Ekhon ki kori bolen to.

জানা ছিল, তাও মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।