পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি । আপনার পিসির হার্ডওয়্যার এর বিবরণ পি সি কেনার সময় প্যাকেটের গাইয়ে লেখা থাকে । অনেক সময় এক জাইগা থেকে হার্ডডিস্ক এক জাইগা থেকে মাদারবোর্ড কিনে থাকি ফলে সবগুলোর কনফিগারেশন সঠিক ভাবে জানা তাকে না জানা থাকলে আমার ভুলে জাই । আজ আমি আপনাদের এমন একটি ছোট সফটওয়ারের সাথে পরিচয় করে দিব জার মাধমে আপনারা আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের সকল তথ্য পাবেন একসাতে। সফটওয়্যার টির নাম cpu –Z
সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনি আপানার পিসিতে ইন্সটল করুন এবার সফটওয়্যার টি রান করুন এবার দেখুন আপনার কম্পিউটার এর ফুল কনফিগারেশন একসাতে ।
এর মাধ্যমে আপনি জানতে পারবেন
প্রসেসর এর মডেল, টেকনোলজি, ক্লক স্পীড , ক্যাশ মেমোরি , মাদারবোর্ড ফুল বর্ণনা , মেমোরি , মেমোরি টাইপ, গ্রাফিচস, রাম এর বর্ণনা এবং আর ও অনেক কিছু।
ভাল লাগলে ধন্যবাদ দিয়া আবার লেখার উৎসাহ দিবেন ।
আমি MD.Atikur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার কাছে আরো সাংঘাতি জিনিস আছে! মনে হয় অনেকেই জানেন নামটা। Speccy
CPU-Z ও ভাল। কিন্তু একটু Complicated.
আর মজার ব্যাপার হল Speccy দিয়ে আপনার পিসির তাপমাত্রা জানতে পারবেন! Hard Disk, CPU, Motherboard এর Temperature দেখতে Speccy অনেক কাজে লাগে। পিসিতে তাপমাত্রা জনিত কোন সমস্যা হল কিনা তা জানতে পারবেন এটা দিয়ে।
http://munnamark.blogspot.com/2012/01/get-your-pc-information-by-speccy.html