আপনার পিসির হার্ডওয়্যার কনফিগারেশন জানুন ছোট একটি সফটওয়্যার দিয়ে

পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি । আপনার পিসির হার্ডওয়্যার এর বিবরণ পি সি কেনার সময় প্যাকেটের গাইয়ে লেখা থাকে । অনেক সময় এক জাইগা থেকে হার্ডডিস্ক এক জাইগা থেকে মাদারবোর্ড কিনে থাকি ফলে সবগুলোর কনফিগারেশন সঠিক ভাবে জানা তাকে না জানা থাকলে আমার ভুলে জাই । আজ আমি আপনাদের এমন একটি ছোট সফটওয়ারের সাথে পরিচয় করে দিব জার মাধমে আপনারা আপনার কম্পিউটারের  হার্ডওয়্যারের সকল তথ্য পাবেন একসাতে। সফটওয়্যার টির নাম cpu –Z

ডাউনলোড লিঙ্ক

সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনি আপানার পিসিতে ইন্সটল করুন এবার সফটওয়্যার টি রান করুন এবার দেখুন আপনার কম্পিউটার এর ফুল কনফিগারেশন একসাতে ।

এর মাধ্যমে আপনি জানতে পারবেন

প্রসেসর এর মডেল, টেকনোলজি, ক্লক স্পীড , ক্যাশ মেমোরি , মাদারবোর্ড ফুল বর্ণনা , মেমোরি , মেমোরি টাইপ, গ্রাফিচস, রাম এর বর্ণনা এবং আর ও অনেক কিছু।

ভাল লাগলে ধন্যবাদ দিয়া আবার লেখার উৎসাহ দিবেন ।

Level 0

আমি MD.Atikur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার কাছে আরো সাংঘাতি জিনিস আছে! মনে হয় অনেকেই জানেন নামটা। Speccy
CPU-Z ও ভাল। কিন্তু একটু Complicated.
আর মজার ব্যাপার হল Speccy দিয়ে আপনার পিসির তাপমাত্রা জানতে পারবেন! Hard Disk, CPU, Motherboard এর Temperature দেখতে Speccy অনেক কাজে লাগে। পিসিতে তাপমাত্রা জনিত কোন সমস্যা হল কিনা তা জানতে পারবেন এটা দিয়ে।
http://munnamark.blogspot.com/2012/01/get-your-pc-information-by-speccy.html

Level 0

Nice tunes…

আরে ভাই কিসের CPU-Z নিয়ে পড়ে আছেন,HWINF ব্যবহার করেছেন? 😉
এই পোর্টেবল সফটটা একবার করলে ছাড়তেই চাইবেন না। 😀
For 32bit-HWINF032
For 64bit-HWINFO64. 😎

ভাই লিঙ্ক টা যদি দিতেন তাইলে একটু চেক করে দেক্তাম @ iron maiden

Level New

CPU-Z and GPU-Z valoi kajer.blackbox o valo.

Level New

ekta pc kinlam 42,200taka diye soto vai er jonne. AMD FX 4100 3.6Ghz, AMD Radeon HD 6570 2GB,Crosair Ram 4GB 1600 BUS DDR3, Cpu and Gpu-z diye dekhlam configuration valoi dekhalo. eta ki gaming pc hoyese?

    Level 0

    @saif_precio: এন্ট্রি লেভেলের গেমিং পিসি হয়েছে।শখের গেমার হলে খারাপ না।

      Level New

      @Mobstar: 42,200 te ki er theke valo hoto?

        Level 0

        @saif_precio: নাহ্ ঠিকই আছে।আমি যতদূর জানি আপনার গ্রাফিক্স কার্ডটিতে বিল্ট ইন মেমরী নেই।এটা সিস্টেম র‌্যাম থেকে শেয়ার করবে।

          Level New

          @Mobstar: Gpu tay 2gb memory ase, ar processor a ase buil in graphics ase may be Radeon HD 6530D eta.

    Level 0

    @saif_precio: সাঈফ আপনি মনে হয় মিগ৩৩ ইউজার। :p

Level 0

khapate

Level 0

আপনার গ্রাফিক্স কার্ডটি আসলে ২গিগা মেমরী শেয়ার করতে পারবে সিস্টেম র‌্যাম থেকে।
৬৫৭০ এর বিল্ট ইন র‌্যাম নেই।এটার মূল্য ৬৫০০ টাকা।ঠিক ?

    Level New

    @Mobstar: ha 6100 taka. 5 min por mig a ashbo. mig a ekhon ager moto jaina. raate jai. shobar shathe ektu dekha korte.

Level 0

আপনার রুমের নাম জানি কি ?

একটা মেয়ে আছে আপনার সাথে,আই.ডি টা ভুলে গেছি।