নিজেই বানিয়ে নিন হাই কোয়ালিটি windows 7 theme

টেকটিউনস এ এটাই আমার প্রথম টিউন। তাই ভুল-ত্রুটি ক্ষমা করবেন।আমরা যারা উইন্ডোস 7  ব্যবহার করি তারা ডেস্কটপ থিম হিসেবে উইন্ডোস এর দেওয়া থিমগুলো ব্যবহার করে থাকি অথবা মূল্যবান ইন্টারনেট ব্যবহার করে ডাউনলোড করি। কিন্তু পিসিতে থাকা ছবিগুলো ব্যবহার করেই মনের মত থিম তৈরি করা যায়। আজ আমি পিসিতে থাকা ছবি দিয়ে  উইন্ডোস 7 তৈরি করা দেখাবো।

ধাপ-১ ঃ প্রথমে যে ছবিগুলো দিয়ে থিম তৈরি করতে চান সেগুলো একটি আলদা ফোল্ডারে কপি করুন। ছবির মান যত ভাল হবে থিম তত হাই কোয়ালিটির হবে। ৫ টির বেশি না হলেই ভাল কেননা বেশি  হাই কোয়ালিটির নিলে থিমটির সাইজ বড় হয়ে যাবে।

ধাপ-২ ঃ এবার কন্ট্রোল প্যানেলে গিয়ে উপরের ডান কোনায় সার্চ বক্সে লিখুন Personalization. িএবার Personalization এ ক্লিক করুন।

ধাপ-৩ ঃ এবার নিচের বাম দিকে Desktop Background এ ক্লিক করুন।

ধাপ-৪ ঃ এবার উপরের ব্রাউসে ক্লিক করে যে ফোল্ডারে েছবিগুলো আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিন।এবার Save changes এ ক্লিক করুন।

ধাপ-৪ ঃ এবার my Themes এ দেখুন আপনার ছবিগুলো দয়ে িএকটি থিম তৈরি হয়েছে। থিমটির ্উপর রাইট ক্লিক করে ‍Save theme for sharing এ  ক্লিক করুন এবং মনের মত                    নাম দিয়ে কোথায় সেভ করতে চান তা দেখিয়ে দিন।

ব্যস পেয়ে গেলেন আপনার মনের মত হাই কোয়ালিটির উইন্ডোস 7  থিম।

আজকের মত এখানেই সমাপ্ত।

Level 0

আমি zeebrann। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরো আমিই তো এটা নিয়ে টিউন করতে যাচ্ছিলাম,যাক আমার সময় বাঁচালেন,ধন্যবাদ। 😀 😛

Ami w7 setup deoar por amar sound chole gea.amar
mother board er cd nai.akon ki upay a sound setup dite pari?r
dukane ki bolle amake amon disk dibe ja die ami sound,graphics
setup dite parbo?jar kase mothr board er cd chai she bole tumar pc te
hobe na.akekta pc er jonno akekta ;(