অনেক দিনের সখ আমি ম্যাক OS ব্যাবহার করবো কিন্তু ব্যাবহার করা হয় নি। কেন জানেন? কারন আমার কম্পিউটার নরমাল। বাজার থেকে একটা ম্যাক এর DISK কিনলাম কিন্তু পিসি তো সেটআপ নেয় না। টাকা টাই গেল জলে। পরে ভাবলাম ম্যাক দিলে কি লাভ ওর সফটওয়্যার কই পাব তার চেয়ে উইন্ডোজ ই ভাল। নাই মামার চেয়ে কানা মামা ভাল এই এর কি? উইন্ডোজ ব্যাবহার করি অনেক দিন। কিছু দিন আগে টেকটিউনস এ এক ভাই বললেন বায়স অ নাকি সেটআপ করতে হয়। তা ও পারি নি। ম্যাক এর ভুত এবার মাথায় চাপল। এবার হেল্প নিলাম গুগল এর। গুগল কিন্তু আমাকে নিরাশ করে নি। পেয়ে গালাম Mac Transformation Pack for Windows এখন আমি ব্যাবহার করি ম্যাক। অল উইন্ডোজ সফটওয়্যার ও চলে। কোন প্রব্লেম নাই। সফটওয়্যার টা মাত্র ৬৩mb. তাই যদি আপনি চান তো ব্যাবহার করতে পারেন। আমার ব্লগ Technology News সময় থাকলে দেখে আসতে পারেন। কিছু Schreenshot দিলাম। কেমন লাগল জানাবেন কিন্তু।
Another Screenshot.
আমি Ali Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এটাতো একটা থিম মাত্র !