আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
মনে করেন আপনার জন্ম তারিখ ০১-০১-১৯৮৯ ইং তারিখে এখন আজ আপনার বয়স কত জানেন না ? তাহলে এখনই জেনে নিন আপনার বয়স কত।
নিজের পদ্ধতিগুলো ভালো ভাবে অনুসরণ করুন।। আর বের করে ফেলুন আপনার বয়স ।
বয়স হিসাব করার পদ্ধতি আপনার হাতের কাছেই, Windows7 User এ বাড়তি সফটয়ার ছাড়াই আপনার বয়স বের করতে পারেন। Calculator দিয়ে।
তাহলে চলুন শুরু করা যাক কিভাবে বয়স বের করতে হয়।
প্রথমে Start > All Programs >Accessories> Calculator ক্লিক করুন তাহলে Calculator প্রোগ্রাম চালু হবে।
এবার View মেনু থেকে Date Calculation ক্লিক করুন, নিচের দেখানো মত করে।
এবার Data Calculation From ঘরে আপনার জম্ম তারিখ এবং To ঘরে বর্তমান তারিখ লিখুন।
জম্ম তারিখ এবং বর্তমান তারিখ লেখার পর নিচে Calculatu বাটনে ক্লিক করুন আর দেখুন আপনার বয়স কত দিন, কত মাস, কত বছর।
এবার Calculator পূর্বে অবস্থায় আনার জন্য কী –বোর্ড থেকে Ctrl+F4 চাপুন অথবা View> Basic ক্লিক করুন। তাহলে Calculator পূর্বে অবস্থায় মত হয়ে যাবে।
নিচে দেখুন।।
ভালো লাগলে কমান্ড জানাতে ভুলবেন না।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
thanks