আপনার পিসির ইউএসবি বন্ধ করুন কোন সফটওয়্যার ছাড়াই

পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি । পিসির ইউএসবি হল এমন একটি ইনপুট মিডিয়া যার  মাধ্যমে  আমারা পিসিতে অনেক প্রয়োজনেই  ডিভাইস  ব্যবহার করে থাকি।  ইউএসবি  একটি দরকারি মিডিয়া কারন এখন সব রকম কম্পিউটার সকল আনুসাংগিক জিনিস ইউএসবি মিডিয়াদারা তৈরি হচ্ছে । ইউএসবি যেমন দরকারি জিনিস তেমনি ক্ষতিকর একটি মিডিয়া হয়া দাড়াই যখন আপানার পিসির ইউএসবি মিডিয়া দিয়ে কেও আপনার পিসিকে হ্যাক বা ক্ষতি করার চেষ্টা করবে। আজ আমি আপনাদের এমন একটি জিনিস শেয়ার করব যার মাধ্যমে আপনারা আপনার পিসির ইউএসবি বন্ধ রাখতে পারবেন কোন সফটওয়্যার  ছাড়াই ।

প্রথমে আপনার পিসির রান কমান্ড এ লিখুন regedit

এরপর সিলেক্ট করুন HKEY_LOCAL_MACHINE

এরপর সিলেক্ট করুন SYSTEM

এরপর সিলেক্ট করুন CURRENT CONTROL SET

এরপর সিলেক্ট করুন SERVICES

এরপর সিলেক্ট করুন USB TOR

এবার এখানে START  নামে অপশন থাকবে। আপনি যদি ইউএসবি অফফ করতে চান তাইলে start এ ডবল ক্লিক করে ৩ কে ৪ করে দিন তাইলে ইউএসবি অফফ হবে আর অন করতে চাইলে ৪ কে ৩ করে দিন।

ভাল লাগলে ধন্যবাদ দিয়া আবার লেখার উৎসাহ দিবেন ।

Level 0

আমি MD.Atikur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । সুন্দর টিউন ।

ভাই , আমার PC তে USB(D-Link WiFi) লাগাইলে বলতেছে Driver is not successfully installed 🙁 কি করমু ভাই বলতে পারেন। আমি driver install করছিহ। তার পর ও হইতেছে না। 🙁

ইউএসবি পোর্ট পরিবর্তন করে চেষ্টা করুন @ নাইম

Level 0

মোঃ আতিকুর রহমান ভাই, এত শর্ট কাট একটা নতুন জিনিস দেখে খুবই খুশি হলাম, তবে একটা প্রশ্ন পিন্টার অথবা ইউএসবি সিডি রোম কি কাজ করবে, তাড়া তাড়ি জানালে খুবই খুশি হব, অপেক্ষায় রইলাম ।

Thanks

এটি আপনার পিসির সকল ইউএসবি পোর্ট অফফ করবে এবং অন করবে সুতরাং প্রিন্টার এবং ইউএসবি সিডি রম এ কাজ করবে

lots of thanks.
Live Technology

Level 2

আপাতত সংগ্রহে নিলাম পরে ট্রাই করবো। সুন্দর টিপসটি শেয়ার করার জন্য টিউনারকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা।