গান বাজানো এবং ভিডিও দেখার জন্য উইন্ডোস মিডিয়া প্লেয়ার একটি অন্যতম জনপ্রিয় প্লেয়ার।এতে গান এর সাওন্ড কোয়ালিটি অনেক ভাল পাওয়া যায়।কিন্তু আমরা জানি এটাতে শর্টকাট বাটন খুবি জটিল।আমি আজকে গুগলে সার্চ দিয়ে বের করলাম খুবি দরকারি একটা সফটওয়্যার যা আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এর শর্টকাট বাটন আপনার ইচ্ছামত দেয়ার ব্যবস্থা করে দিবে।এটা করার জন্য যা করতে হবে তা আমি বিস্তারিত ব্যাখ্যা করছিঃ
১.প্রথমে আপনি ছোট এই ফাইলটি ডাউনলোড করে নিনঃ http://www.mediafire.com/?ldy47we8xusq6xa
২.ডাউনলোড করার পর ফাইলটি ইন্সটল করুন।
৩.এবার আপনি আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওপেন করুন।
৪.প্লেয়ারে মাওস রেখে ডানের বাটন ক্লিক করুন। More Option এ যান।
৫.এরপর যে উইন্ডো আসবে তা থেকে Plug-ins অপশন সিলেক্ট করুন।
৬.এরপর Category থেকে Background অপশন সিলেক্ট করুন।
৭.দেখবেন Background মেনুতে Wmpkeys plugin নামের একটা Unchecked বক্স আসবে।এটাকে Checked করে ফেলুন।
৮.এখন Wmpkeys plugin এ মাউস ক্লিক করুন,নিচে দেখবেন Properties আসবে।
৯.Properties থেকে আপনি আপনার ইচ্ছা মত বাটন নির্বাচন করুন।
হয়ে গেল আপনার প্রিয় উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আপনার মত।
কেমন লাগলো জানাতে ভুলবেননা।
আমি Ahmed Russell। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লাস্ট কবে যে এই প্লেয়ার ইউজ করছি নিজেই বলতে পারবনা 😛