আমরা অনেকেই Genuine উইন্ডোজ ৭ Home Basic ব্যবহার করি ফলে আমরা থিম ব্যবহার করতে পারি না , Bitlocker এর সুবিধা পায় না আরও অনেক অনেক সুবিধা পায় না । এসব পেতে গেলে আমাদের Windows 7 Home Basic কে আপগ্রেড করতে হবে কিন্তু আপগ্রেডও করা হয় না । যাতে আমরা আমাদের Windows 7 Home Basic আপগ্রেড করতে পারি কোনো সমস্যা না সৃষ্টি করে সেই কারনেই আমার আজকের এই টিউন ।
প্রথমে স্টার্ট এ Windows Anytime Upgrade লিখে সার্চ করুন । এরপর Windows Anytime Upgrade ওপেন করুন । এরপর আমার দেওয়া সিরিয়াল গুলোর একটা বসান । এরপর Next এ ক্লিক করুন । কিছুক্ষণ অপেক্ষা করুন । এরপর I accept এ ক্লিক করুন আর সবশেষে Upgrade এ ক্লিক করুন । এরপর দেখুন জাদু । হয়ত দেখাবে Upgrade Failed হয়ে গেছে । নো টেনসান , নিশ্চিন্তে পিসি রিস্টার্ট করুন । দেখবেন Upgrade হয়ে গেছে ।
বিশেষ দ্রষ্টব্য : আমি সিরিয়াল গুলো 2SHARED এ আপলোড করে দিয়েছি । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । আমি নিজেও Genuine উইন্ডোজ ৭ Home Basic ব্যবহার করতাম কিন্তু এই সিরিয়াল গুলো দিয়ে Upgrade করে দিলাম প্রায় ১ মাস আগে । এখনো কোনো সমস্যা হয়নি , উইন্ডোজ আপডেট করার পরেও । আর আমি যখন আপগ্রেড করেছিলাম তখন স্ক্রিনশট নিতে ভুলে গিয়েছিলাম তাই টিউনটাতে কোন স্ক্রিনশট দিতে পারলাম না । আর আপনি যদি Home Basic থেকে Home Premium এ Upgrade করতে চান তাহলে প্রথমের সিরিয়ালটা আর Professional এ Upgrade করতে চাইলে দ্বিতীয় টা আর Ultimate এ Upgrade করতে চাইলে তিন নম্বর সিরিয়ালটা ব্যবহার করবেন । দেখবেন Professional এর জন্য তিনটে আর Ultimate এর জন্য দুটো সিরিয়াল রয়েছে , একটা না কাজ করলে অন্য আর একটা দিয়ে চেষ্টা করবেন ।
সবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ করছি , আপনাদের কারোর কাছে যদি কম্প্রেসেড Windows 8 এর ডাউনলোড লিঙ্ক থেকে থাকে তাহলে প্লিজ দিবেন । আমার অনেক দিনের ইচ্ছা উইন্ডোজ ৮ ব্যবহার করার কিন্তু ডাউনলোড লিঙ্ক পায় না আর আমার নেট এর যা স্পীড তাতে উইন্ডোজ ৮ ডাউনলোড করা অসম্ভব ব্যাপার । আমি অন্যদের মত সুপার কম্প্রেসেড চায় না , ১ গিগাবাইট এর মধ্যে হলেই হবে ।
আর বেশি কিছু লিখবো না ভালো থাকবেন , কেমন লাগলো জানাবেন । কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্টার্ট এ Windows Anytime Upgrade লিখে সার্চ করলে কিছুই তো আসেনা