আমরা অধিকাংশই মানুষই পাইরেট উইন্ডোজ ব্যবহার করি । আজ এই পাইরেট উইন্ডোজ ৭ কে আপডেট করার পদ্ধতি নিয়ে এসেছি । তো দেরি না করে চলুন দেখেনি । প্রথমে Start Menu থেকে Control Panel খুলুন । এরপর System And Security তে ক্লিক করুন । এরপর Windows Update এ ক্লিক করুন । এরপর Change Settings এ ক্লিক করুন । এরপর Check for updates .................. download and install them সিলেক্ট করুন । এরপর Check For Updates এ ক্লীক করুন । এরপর আপডেট গুলো পাবেন সেখান থেকে আপডেট [KB971033] ইন্সটল করবেন না , তাহলেই আপনি আপনার উইন্ডোজ ৭ আপডেট করতে পারবেন । অবশ্য ইচ্ছা করলে সুবিধার জন্য আপডেট দুটো হাইড করেও রাখতে পারেন । কেমন লাগলো কমেন্ট করে জানাবেন । ভালো থাকবেন । আবার দেখা হবে ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তোমার শিরনামে কিঞ্চিৎ ভুল আছে।
এই টিউনটি না পড়লে 100% মিস………
টিউনটি অনেক সুন্দর হয়েছে, Thanks.