সালাম।।
যাদের পুরনো মডেলের ল্যাপি (ডেল লেটিচুড,,/...) এবং গ্রাফিক্স কার্ড তারা অনেকেই Windows 7 সেট আপ দিয়ে বেকায়দায় পরেন। কারণ ৮৫৫ সিরিজ বা এ জাতীয় পুর নো মডেলের চিপ Windows 7 অটোমেটিক সাপোর্ট করে না! তাহলে উপায় ?
সাপোর্ট করতে বাধ্য করা হবে (মুফতি আমিনী সাহেবের জানাজায় শফিউল প্রধান বলেন আমিনী মারা যান নি ; সরকার তাকে মরতে বাধ্য করেছে: সেখান থেকেই বাধ্য করার থিউরি )
উন্ডোজ ৭ সেট আপ দেয়ার পর মাই কম্পিউটারে রাইট বাটন কিক করে মেনেজ অপশনে কিক করলে ডিভাইস এনড ড্্রাইবারে কিক করলে দেখা যাবে ভিডিও ড্রাইবারে বিম্ময় চিহ্ণ দেয়া। তার মানে আপনার ইনটেল ভিডিও ড্্রাইবারটি ইনস্টল হয় নি। আগে নিচের দুটি ছোট ফাইল নামিয়ে একটি ফোল্ডারে রাখুন।
http://download.cnet.com/win2k-xp1361-exe/3000-2108_4-104048.html
http://www.groundstate.net/Intel_6.14.10.3732.zip
এখানের প্রথমটি রার ফাইল তাই এক্সট্্রাক্ট করে নিন।
স্টেপ ১-এখন আমাদের "c:\windows\system32\drivers\vgapnp.sys" " র এডিট করতে হবে। কিস্তু ৭’ সরাসরি তা হতে দেয় না। এজন্য 'Start' ' মেনুতে গিয়ে 'Search অপশনে cmd' লিখে এন্টার দিলে কালো রঙের যে অপশনটি আসবে তাতে অবশ্যই রাইট বাটনে কিক করুন। চয়েজ করুন ""Run as Administrator কালো একটা কমান্ড উইন্ডো আসবে।
স্টেপ ২- takeown /f c:\windows\system32\drivers\vgapnp.sys লেখাটি কী বোর্ড চেপে করুন।এন্টার ... ... SUCCESS বলে একটি লাইন আসবে। এবার
cacls c:\windows\system32\drivers\vgapnp.sys /G masum:F টাইপ করে এন্টার দিলাম।
masum এর পরিবর্তে আপনার ইউজার নামটি বসান।
masum আমার ইউজার ন্যাম তাই । আপনার ইউজার ন্যাম নিশ্চিত হতে কন্ট্্েরাল পেনেলে গিয়ে ইউজার একাউন্টে দেখুন ( মোটা অক্ষরের এডমিনিস্ট্রেটরের নামটি) । y তে চাপুন।
স্টেপ ৩- কম্পিউটারের সি ড্্রাইবে গিয়ে c:\windows\system32\drivers\vgapnp.sys টি ওপেন করুন নোটপেডে। MZ এর আগে একটা xবসান। রুপ দাঁড়াবে এমন xMZ
স্টেপ ৪- ভিডিও ড্রাইবার (বিম্ময় চিহ্ণিত) আনইনস্টল করুন। এসময় রিস্টার্টের প্রয়োজন হলেল দিন। মাই কম্পিউটারে রাইট বাটন কিক করে মেনেজ অপশনে কিক করলে ডিভাইস এনড ড্্রাইবারে কিক করলে দেখা যাবে ভিডিও ড্রাইবারে বিম্ময় চিহ্ণ দেয়া। সেখান থেকেই আনইনস্টল করুন। রিস্টার্টের পর ....did NOT installed successfuly নামে মেসেজ ভাসতে পারে । এর মানে আপনি সাফল্যের দ্বারপ্রান্তে!!!
স্টেপ ৫- এবার আবার মাই কম্পিউটারে রাইট বাটন কিক করে মেনেজ অপশনে কিক করলে ডিভাইস ম্যানেজে যান।"|"video controller" এ রাইট বাটনে কিক করে আপডেট ড্্রাইবারে কিক করুন। Browse for the Driver অপশন এ চাপুন । দেখিয়ে দেন যে ফোল্ডারে উপরের ডাউনলোডেড ফাইলগুলো রেখেছেন। অপেক্ষা করুন। মাঝে মাঝে window is "not responding" দেখাবে তবে কাজ হবে। কম্পিউটার রিস্টার্ট হওয়ার পর দেখবেন ড্্রাইবার কাজ করছে যেমনটা আমি করেছি!
আমি রানা সালেহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
right button a KIck korle toe mouse venge jabe 😀 ar Device and Driver a kick korle toe pc batil 😀