Awsome Logon Style for Windows 7

বদলে ফেলুন উইন্ডোজ সেভেন এর লগ অন স্টাইল । নিচের মতো...

এখন গদ্য রচনা করার সময় নেই। সুতরাং আট-ঘাট বেধে মাঠে নামা যাক। এটি করার জন্য প্রথম এ মাত্র ১.৪৪ মেগাবাইট এর ফাইলটি ডাউনলোড করুন Click Here To Download

তারপর ডাউনলোড করা ফাইলটি Desktop এ extract করুন ।

এখন InstallTakeOwnership.reg ফাইলটিতে ডাবলক্লিক করে ইনস্টল করুন নিচের ছবিটির মতো করে

এখন Yes ক্লিক করে  Ok ক্লিক করতে হবে।

তারপর My Computer  এর  C drive এর এই লোকেশন এর ভেতর যেতে হবে

My computer/Local Disk (C:) /Windows/ System32

লোকেশন এর অ্যাড্রেস হবে অনেকটা নিচে ছবিটির মতো।

এখন System32 ফোল্ডার এর ভেতর এ  authui.dll  ফাইলটি খুজে বের করুন এবং ফাইলটির উপর right click করে Take ownership এ ক্লিক করুন..  নিচের ছবির মতো করে...

এবার ফাইলটিকে rename করুন authui_old.dll নাম এ….নিচের ছবিটির মতো করে...

এবার ডাউনলোড করা ফাইল এর dll files ফোল্ডার এর ভেতর থেকে যাদের 32bit অপারেটিং সেস্টেম তারা  x32 ফোল্ডার এর ভেতরের  authui.dll  ফাইলটি কপি করে তারপর My Computer  এর  C drive এর এই লোকেশন এর ভেতর পেস্ট করতে হবে

My computer/Local Disk (C:) /Windows/ System32

এখন পূর্বের extract করা Desktop এ TweaksLogon ফাইলে ডাবলক্লিক করে Change Logon Screen এ ক্লিক করুন...এখন ২৫০ KB সাইজ এর ভেতর আপনার পছন্দের যে কোন ছবি বা ওয়ালপেপার সিলেক্ট করে ডাবলক্লিক  করুন ...

এরপর কম্পিউটার Restart করে মজা দেখুন......

কষ্ট করে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ...

Level 0

আমি আমি রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শালা তোর কাছে পেলে কি যে করতাম। তোরে জন্য আমার আবার windows দিতে হয়চে। এই রকুম বাজে লেখা দিবি না।

    @Sharon4t4: ভাইজান, আপনি নিজে যদি ব্যর্থ হন তার জন্য টিউনারের উপর কেন রাগ করছেন? দোষ তো আপনার, আমি করলাম, আমার তো হলো।

    আমার পোষ্ট দ্বারা কারোর যেন কনো ক্ষতি না হয় তার কারনে আমি নিজের পিসিতে টেস্ট করে দেখেছি। আর আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি আমার ফ্রেন্ডদের পিসিতেও এটি অ্যাপ্লাই করে দেখেছি, কারোর কোনো সমস্যা হইনি এখন পর্যন্ত।
    কেন টিউনার শামীম ভাই এর তো হয়েছে।
    এখানে বেশ কয়েকটি ধাপ আছে এটি করার। আমার মনে হচ্ছে আপনি কনো একটি ধাপ এ ভুল করেছেন।

    আর ভাই মানুষের আচরন তার পরিবারের পরিচয় বহন করে।
    আমি টেকটুউনস এর দৃষ্টি আকর্ষণ করছি, এ ধরনের কমেন্ট কোন নীতিমালাতে পড়ে ??

ধন্যবাদ।

আল্লাহ বাচাইছে, ট্রাই করি নাই… 😐 :-/

    জোর করে বলবনা যে ট্রাই করুন … কিন্তু আমরা যারা ট্রাই করেছি তাদের সবার ই হয়েছে একমাত্র Sharon4t4 এর বাদে LoLLL
    উনি সবগুলো ধাপ ঠিক মতো করতে পারেননি তাই উনারটা কাজ করেনি।

Level 0

আসাধারন! ভালো লাগলো জিনিষ টা !

Nice tune Thanks roni

Thnx Bokul vai

Level New

ভাই ! এটা ব্যবহার করার পর আমার কম্পিউটার ৩দিন চালাতে পারিনি । আজ windows setup দিলাম 🙁

    reza vai um really sorry to hear about your pc. erokomta houar kotha na….apnara may be vul location a authui.dll file ta paste korchen jar karon a pc login e prob hoi.
    ar joi prob hoiye thake kono karon a tahole authui_old.dll namer original fileta rename kore ager
    authui.dll nam kore diye edited file ta delete korlei PC ager obostai phire jeto.ar jodi login e na korte paren tahole windows er setup disk insert korle “repair window” nam a akta option ase, ota click korar por “driver load” hoi….sekhan theke C drive a access kora jai.tokhn file rename kore ager obostai asha jeto kono rokom windows setup deua badei.
    ami bujhte parsi process ta onek jotil lagse hoito onek er kase.but ami jotogula pc te apply koreci sobgulatei to thik moto kaj koreche.