বদলে ফেলুন উইন্ডোজ সেভেন এর লগ অন স্টাইল । নিচের মতো...
এখন গদ্য রচনা করার সময় নেই। সুতরাং আট-ঘাট বেধে মাঠে নামা যাক। এটি করার জন্য প্রথম এ মাত্র ১.৪৪ মেগাবাইট এর ফাইলটি ডাউনলোড করুন Click Here To Download
তারপর ডাউনলোড করা ফাইলটি Desktop এ extract করুন ।
এখন InstallTakeOwnership.reg ফাইলটিতে ডাবলক্লিক করে ইনস্টল করুন নিচের ছবিটির মতো করে
এখন Yes ক্লিক করে Ok ক্লিক করতে হবে।
তারপর My Computer এর C drive এর এই লোকেশন এর ভেতর যেতে হবে
My computer/Local Disk (C:) /Windows/ System32
লোকেশন এর অ্যাড্রেস হবে অনেকটা নিচে ছবিটির মতো।
এখন System32 ফোল্ডার এর ভেতর এ authui.dll ফাইলটি খুজে বের করুন এবং ফাইলটির উপর right click করে Take ownership এ ক্লিক করুন.. নিচের ছবির মতো করে...
এবার ফাইলটিকে rename করুন authui_old.dll নাম এ….নিচের ছবিটির মতো করে...
এবার ডাউনলোড করা ফাইল এর dll files ফোল্ডার এর ভেতর থেকে যাদের 32bit অপারেটিং সেস্টেম তারা x32 ফোল্ডার এর ভেতরের authui.dll ফাইলটি কপি করে তারপর My Computer এর C drive এর এই লোকেশন এর ভেতর পেস্ট করতে হবে
My computer/Local Disk (C:) /Windows/ System32
এখন পূর্বের extract করা Desktop এ TweaksLogon ফাইলে ডাবলক্লিক করে Change Logon Screen এ ক্লিক করুন...এখন ২৫০ KB সাইজ এর ভেতর আপনার পছন্দের যে কোন ছবি বা ওয়ালপেপার সিলেক্ট করে ডাবলক্লিক করুন ...
এরপর কম্পিউটার Restart করে মজা দেখুন......
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ...
আমি আমি রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শালা তোর কাছে পেলে কি যে করতাম। তোরে জন্য আমার আবার windows দিতে হয়চে। এই রকুম বাজে লেখা দিবি না।