Windows 7 এবং windows 8 কে এক Click এ জেনুইন Original windows এ রুপান্তর করুন খুব সহজে

আমাদের দেশে কয়জন আবার অরিজিনাল উইনন্ডোজ ব্যবহার করেন। আমাদের মধ্য কই জন আছে যারা অরিজিনাল Windows ক্রয় করতে পারবে। আমাদের দেশের বাজারে অনেক Windows এর সিডি পাওয়া যায় যেগুলো কোনটা Active আর কোনটা Non Active তাই যারা Non Active Windows ব্যবহার করেন তাদের আবার অনেক সমস্যা 25-30 দিন মেয়াদকাল। তাই আমি আপনাদের এই সমস্যার  জন্য সকল উইন্ডোজের এক্টিভেসান নিয়ে টেকটিউনস মাঠে হাজির হলাম।

তো কথা খুব বেশি বলে ফেললাম তাই এবার আসল কথাই যাওয়া যাক।

প্রথেমে আমি আপনাদের Windows 7 Active করে দেখাব

এই সিস্টেম টা একদম সোজা Open ৭ Activator.exe টা অপেন করে Certificate/SLIC থেকে আপনার পিসির ব্যান্ড সিলেক্ট করে (ব্যান্ড বিহিন পিসির জন্য যে কোন একটা দিলেই হবে) Product Key (keys.ini) থেকে আপনার ভারসন আর কী সিলেক্ট করুন এবং Install বাটনে ক্লিক করুন এবং পিসি রিস্টার্ট করুন ব্যাস কাম শেষ। (আমি WIN-XP থেকে Screenshot নিয়েছি তার জন্য নিচের ছবিতে সব সেটিং গুলো আবছা দেখাচ্ছে আপনারা যখন WIN-7 এ এটা ঠিক হয়ে যাবে)।

Download 

Windows 8 এর জন্য

Download

করুন

Level 0

আমি mehedipbs। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এটাই খুজছিলাম। আপনাকে অসংখ ধন্যবাদ।

Level 0

hoy ni w8 act

ভাই আমার WIN 8 Pro গতপরশু থেকে চেষ্টা করছি, আপনারটা দিয়েও চেষ্টা করলাম অনেকভাবে, কাজ হলনা। অনলাইনে থেকেও চেষ্টা করেছি। অর্থাৎ সবভাবেই চেষ্টা করেছি। তবে কিভাবে এক্টিভেট করব টিউন করার সময় বিস্তারিত লিখলে ভালো হয়। তা না হ’লে অযথা সময় নষ্ট হয়। ধন্যবাদ।

Level 0

amr win 7 to age thekei active

Level 0

thnx brooo….:D

Level 0

যাাযাবর ভাই ! আপনি অযথা খোজ করছেন কারণ ৮ এর আসল loder active এখন ও বের হয়নি । আমার অনেক সক যে আমি ৮ ব্যবহার করবো ১ টাইম আমি ৮ এর 1-16 disk কিনলাম pro set up দিলাম but active হলো না মনটা খুব খারাপ লাগলো ২মাস পর খুব খোজা খুজির পর পেলাম windows 8 evolution 2014 full vertion তাও আবার active কি যে মজা এখন ও ও ও মেনু stile সব পালটে গেছে এটা ৬.৫০ GB ।

Level 0

সবাই কে বলে রাখি এটা কোনও activator না , এগুলো কে আমরা হ্যাকভিটর বলি । এটা আপনার উইন্ডোজ এর ওয়াটারমার্ক রিমুভ করে শুধু ফিচার আনলক করে আর কিছু না । তবে অনেক দুঃখের বিষয় আমাদের মধ্যে অনেকেই এটা জানে না ।