আমাদের দেশে কয়জন আবার অরিজিনাল উইনন্ডোজ ব্যবহার করেন। আমাদের মধ্য কই জন আছে যারা অরিজিনাল Windows ক্রয় করতে পারবে। আমাদের দেশের বাজারে অনেক Windows এর সিডি পাওয়া যায় যেগুলো কোনটা Active আর কোনটা Non Active তাই যারা Non Active Windows ব্যবহার করেন তাদের আবার অনেক সমস্যা 25-30 দিন মেয়াদকাল। তাই আমি আপনাদের এই সমস্যার জন্য সকল উইন্ডোজের এক্টিভেসান নিয়ে টেকটিউনস মাঠে হাজির হলাম।
তো কথা খুব বেশি বলে ফেললাম তাই এবার আসল কথাই যাওয়া যাক।
প্রথেমে আমি আপনাদের Windows 7 Active করে দেখাব
এই সিস্টেম টা একদম সোজা Open ৭ Activator.exe টা অপেন করে Certificate/SLIC থেকে আপনার পিসির ব্যান্ড সিলেক্ট করে (ব্যান্ড বিহিন পিসির জন্য যে কোন একটা দিলেই হবে) Product Key (keys.ini) থেকে আপনার ভারসন আর কী সিলেক্ট করুন এবং Install বাটনে ক্লিক করুন এবং পিসি রিস্টার্ট করুন ব্যাস কাম শেষ। (আমি WIN-XP থেকে Screenshot নিয়েছি তার জন্য নিচের ছবিতে সব সেটিং গুলো আবছা দেখাচ্ছে আপনারা যখন WIN-7 এ এটা ঠিক হয়ে যাবে)।
Windows 8 এর জন্য
করুন
আমি mehedipbs। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটাই খুজছিলাম। আপনাকে অসংখ ধন্যবাদ।