Windows 7 এলোমেলো, please help me……………….

খুব ঝামেলা হয়ে গেছে, kindly help করুন কালকে আমার পিসি তে কিছু ফাইল delit করার (বুঝতে পারছিনা কি কি ডিলিট হয়েছে) ।এখন যতো বার পিসি স্টার্ট করি ততো বার নতুন করে ডেস্ক- টপ স্টার্ট হয় অর্থাৎ শুধু RECYCLE BIN আছে আর কিছু সফটওয়্যারের সর্ট কাট আছে। যেমন মজিলা আছে কিন্তু এতে BACKUP RESTORE করছি কিন্তু আবার যেই বন্ধ করে চালু করছি সব গায়েব। এদিকে AVAST কিন্তু ঠীক আছে। MS OFFICE প্রত্যেক বার নতুনের মত SET করতে হচ্ছে। নীচে দেখুন কম্পিউটার যতবার চালু করছি এরকম আসছে

এবার সব সেট করলাম

কিন্তু যেই বন্ধ করে চালু করছি আবার আগের মত হয়ে যাচ্ছে

লাল চিহ্নিত তা যতো বার ডিলিট করছি  পিসি স্টার্ট করলে আবার চলে আসছে। বার বার ম্যাসেজ দেখাচ্ছে যে হার্ড ডিস্ক এ প্রব্লেম আছে।

আপাতত উইন্ডোজ টা কি ভাবে ঠিক করবো, কি করব কিছুই বুঝতে  পারছি না। আমার কাছে WINDOWS 7  ও REPAIR DISC  দুটোই আছে , দুটো দিয়ে রিপেয়ার করলাম কিন্তু কিছুই হচ্ছে না। দয়া করে সমাধান দিন, ধন্যবাদ।

Level 0

আমি বিশ্বজিৎ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Repair করে যেহেতু লাভ হলো না তাহলে আর কি করা ! ভালোভাবে System Drive Format করে OS install দেন , ঠিক হবে আশা করি …