আমার এই টিউনটি তাদের জন্য যারা জানেন না । আমরা অনেকেই চেষ্টা করি যাতে আমাদের কম্পিউটার এর স্ক্রীন একটু জীবন্ত বা প্রাণবন্ত লাগে । আর হ্যাঁ আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে স্ক্রীন এর কালার আরও আকর্ষণীয় করা যায় ।
Windows xp এর জন্যঃ
( আমার windows xp সেটআপ দেয়া নেই তাই স্ক্রীন শট দিতে পারলাম না। )
১। প্রথমে control panel এ যান ।
২। তারপর দেখুন সেখানে Adobe Gamma নামে একটি আইকন আছে । Double click করুন তাতে ।
৩। সেখান থেকে দ্বিতীয় option টি সিলেক্ট করে next দিন ।
৪। এভাবে next next দিয়ে যান এবং যখন gamma এর একটি bar আসবে তখন তা
কমিয়ে বারিয়ে আপনার পছন্দের মত করে color কে deep করুন । next next দিয়ে যান ।
৫। current অবস্থাকে চুজ করে finish এ click করুন । এখন দেখুন আপনার কম্পিউটার । এর স্ক্রীন আরও সুন্দর লাগছে ।
যাদের Adobe Gamma নেই তারা Display তে click করে Display Properties এর Settings ট্যাব যান। এখান থেকে Advanced এ ক্লিক করেন। এখানে Gamma Plus ট্যাব এ ক্লিক করেন।
Windows 7 এর জন্যঃ
১। search box এ display লিখুন এবং select করুন ।
২। বামদিক থেকে celibrate color select করুন ।
৩। ডানদিকে নীচে দেখুন next আছে । ৩ বার next এ click করুন ।
৪। adjust gamma আসবে । পাশের slide bar থেকে কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দের মত করে color কে deep করুন ।
৫। next দিন । তারপর skip brightness and contrast adjustment এ click করুন ।
৬। next next দিয়ে যখন finish এ যাবেন তখন current calibration select করুন এবং নিচে দেখুন একটি box এ check দেয়া আছে তা uncheck করুন । finish এ click করুন ।
এখন আপনার desctop background দেখুন । ভাল লাগলে কমেন্ট করবেন । 🙂
আমার আরও কিছু টিউনঃ
আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Fine tune carry on