আসসালামু-আলাইকুম। কেমন আছেন সবাই? এই পোস্তরছি তখন আমার জ্বর ১০৩। তবুও ভাবলাম, এক্তা ভাল জিনিস যখন পেলাম, share করেই ফেলি।
আমারা অনেকেই হার্ড ডিস্ক Partition করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছি। আমার PC এর configuration মোটামুটি। কিন্তু PC তে যে হার্ডডিস্ক টা আছে সেটা আজ থেকে প্রায় ৬ বছর আগের। Size ৮০ জিবি। (হাইসেন না ভাই হার্ড ডিস্কের দাম যে হারে বারসে, wait করতেসি দাম কমার। পরে কিছু একটা করমু)। ৬ বছর আগে এটার প্রত্যেকটা Partition এ ১৪ or ১৩ জিবি করেছিল। এখন তো পরলাম ঝামেলায়। একটা গেম এর সাইজ ১০-১২ জিবি। windows 7 + দরকারি software গুলোর জন্য minimum ২০ জিবি লাগে। মারাত্তক tension এ পরলাম। কারন অন্যান্য drive ও প্রায় full। প্রত্যেকটা থেকে বড়জোর ২-৩ জিবি করে নিতে পারব। কিন্তু এটা কি সম্ভব??? তাও আবার কোন ড্রাইভ ফরম্যাট না দিয়ে??? তারপর ...
পেলাম... MiniTool Partition Wizard Home Edition 7.1
আমি Rana Mustafiz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, জ্ঞানের সাগরটা কোনদিকে ??
মনে হচ্ছে সফটওয়্যারটি ভালই। দরকার হলে কাজে লাগাবো।
টিউনের জন্য ধন্যবাদ। 🙂